প্রতীকী ছবি।
বিমানবন্দরে কাউকে ছাড়তে বা নিতে যাওয়া কোনও গাড়িকে এ বার থেকে আর কোনও পার্কিং ফি দিতে হবে না। মঙ্গলবার থেকে পার্কিং ফি সংক্রান্ত নতুন এই নিয়মের কথা ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কমার্শিয়াল নয়, এমন কোনও গাড়ি বিমানবন্দরের পার্কিং এলাকায় না ঢুকলে নতুন নিয়মে আর কোনও পার্কিং ফি দিতে হবে না। মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
এত দিন বিমানবন্দরে প্রথম ১০ মিনিটের জন্য কোনও ফি না নেওয়ার যে ব্যবস্থা চালু ছিল, তা নিয়ে বিস্তর ঝামেলা হত গাড়িচালকদের সঙ্গে। যাঁরা ফি নেন, তাঁরা দাবি করতেন যে ১০ মিনিট পেরিয়ে গিয়েছে। আর যাঁরা গাড়ি নিয়ে ঢুকতেন, অনেক ক্ষেত্রেই তাঁরা দাবি করতেন যে সময়সীমা পেরোয়নি। এ নিয়ে এক বার অভিনেতা কৌশিক সেনের সঙ্গেও ঝামেলা হয়েছিল দায়িত্বে থাকা ঠিকাদার কর্মীদের সঙ্গে। এই সংক্রান্ত ঝামেলা কখনও কখনও পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এমনকি, বিমানবন্দরের এনএসসিবিআই থানার পুলিশ এক বার এক ঠিকাদারকে গ্রেফতারও করে। প্রায় দেড় মাস পার্কিং নেওয়া পুরোপুরি বন্ধ রাখা ছিল।
নতুন এই পার্কিং ফি চালুর পক্ষে বিমানবন্দর কর্তৃপক্ষের যুক্তি, এর ফলে ১০ মিনিটের সময়সীমা নিয়ে এত দিন ধরে চলা ঝামেলা বন্ধ হবে। কিন্তু প্রশ্ন উঠছে, টাকা না দিতে হলে কাউকে নিতে গিয়ে কোনও গাড়ি তো বিমানবন্দর টার্মিনালের সামনে যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকতে পারে। এমনকি, বিমানবন্দরে কাউকে ছাড়তে গিয়েও কেউ কেউ গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারেন টার্মিনালের সামনে। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টার্মিনালের সামনে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনও গাড়িকে সাত মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। টার্মিনালের সামনে কর্তব্যরত ট্র্যাফিক অফিসারেরা সে দিকে নজর রাখবেন। স্থির হয়েছে, সাত মিনিটের বেশি কেউ গাড়ি দাঁড় করিয়ে রাখলে তাঁকে ৪০০ টাকা জরিমানা দিতে হবে।
তবে কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে বিমানবন্দরে যাত্রী তুলতে ঢুকলে ৬০ টাকা করে দিতে হবে। যে কোনও অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যাত্রী নামাতে এলে টাকা লাগবে না। এর আগে বিমানবন্দরে ঢুকলেই তাদের থেকে ১০০ টাকা করে নেওয়া হত।
এর আগে বিমানবন্দরের পার্কিং এলাকায় যে কোনও গাড়ি রাখতে গেলেই ১০০ টাকা নেওয়ার নিয়ম ছিল। এখন থেকে প্রথম আধ ঘণ্টার জন্য ৪০ টাকা, তার পরের দু’ঘণ্টার জন্য ১০০ টাকা দিতে হবে। দু’ঘণ্টা পেরিয়ে গেলে সাত ঘণ্টা পর্যন্ত ১০০ টাকার উপরে প্রতি ঘণ্টার জন্য অতিরিক্ত ২০ টাকা নেওয়া হবে। সাত ঘণ্টার পরে ২৪ ঘণ্টা পর্যন্ত নেওয়া হবে ৩০০ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy