গরম তেলের পরে গরম জল। সল্টলেকে একটি কচুরির দোকান ও একটি ধোসার দোকানের মধ্যে গোলমাল ঘিরে কয়েক জন প্রাতর্ভ্রমণকারীর গায়ে ফুটন্ত তেল ছুড়ে মারার অভিযোগ উঠেছিল কচুরির দোকানের বিরুদ্ধে। এ বার পোষ্য কুকুরকে নিয়ে দুই পড়শির ঝামেলা ঘিরে কুকুরের মালকিনের হাতে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, কুকুর সিঁড়ি-ছাদ নোংরা করে। ব্লেড দিয়ে প্রতিবেশীর হাত জখম করার পাল্টা অভিযোগ উঠেছে মালকিনের বিরুদ্ধেও।
পুলিশ জানায়, প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ফ্ল্যাটে থাকেন সর্বাণী সেন। তাঁর তিনটি কুকুর ও ১৫টি বিড়াল রয়েছে। প্রাণীদের রক্ষার্থে তৈরি বিভিন্ন সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত বলেও তাঁর দাবি। তাঁর সামনের ফ্ল্যাটে তিন বোন ও এক ভাই থাকেন। সর্বাণীদেবীরও অভিযোগ, এর আগে তাঁর পরিচারিকা ছাদে কুকুর নিয়ে ঘুরতে গেলে দরজায় তালা আটকে দেন ওই প্রতিবেশী পরিবার। থানায় অভিযোগ জানালে পুলিশ এসে মিটমাট করিয়ে যায়।
সর্বাণীদেবীর অভিযোগ, বৃহস্পতিবার তিনি যখন কুকুর নিয়ে ছাদ থেকে নামছিলেন, ওই পড়শি পরিবারের সকলে তাঁকে চুলের মুঠি ধরে মারধর করেন। পরে হাতে গরম জল ঢেলে দেন। পুলিশ এসে সর্বাণীদেবীর ফ্ল্যাটের বাইরে পাহারা বসায়। পুলিশ জানায়, প্রতিবেশী রাণু রায় সর্বাণীদেবীর বিরুদ্ধে ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘‘সর্বাণীদেবীর কুকুর ফ্ল্যাট নোংরা করে। বারণ করলে উনি ঝামেলা করেন। আজও গোলমালের সময়ে উনি ব্লেড দিয়ে আমার হাতে আঘাত করেন। তবে ওঁর অভিযোগ ঠিক নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy