ইস্ট-ওয়েস্ট মেট্রোর আরও একটি জট কাটল। এ বার সরকারি ভাবে এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য জমি হাতে পেতে চলেছে মেট্রো রেল। সব কিছু ঠিকঠাক থাকলে আর দিন সাতেকের মধ্যেই এসপ্ল্যানেডে প্রস্তাবিত স্টেশন তৈরির জমি হাতে পেয়ে যাবে মেট্রো রেল।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য যে জমি লাগবে, তার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। এ বার পুলিশ, পরিবেশ-সহ বিভিন্ন বিষয়ে অনুমতি নিতে মেট্রো রেল সেনাবাহিনীর বেঙ্গল হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে। ওই আবেদনে সবুজ সঙ্কেত মিললেই জমি হাতে পাবে মেট্রো। যা সাকুল্যে এক সপ্তাহ লাগবে বলে দাবি মেট্রোর। এক মেট্রোকর্তার কথায়, ‘‘জমি হাতে পেলেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে।’’
তবে সেই কাজ শুরু হতে আরও কয়েক মাস লাগবে বলেই জানাচ্ছেন মেট্রোকর্তারা। কারণ, সুড়ঙ্গ খোঁড়ার জন্য দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে একটি টানেল বোরিং মেশিন আনা হবে। যেটি মাটির তলায় ৪৫ মিটার গিয়ে তার পরে খোঁড়াখুড়ির কাজ শুরু করবে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর রুট কী হবে, তা নিয়ে অনেক চাপানউতোরের পরে ঠিক হয়েছে, সেন্ট্রাল স্টেশনের আগেই বৌবাজার থেকে হিন্দ সিনেমার সামনে দিয়ে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা ট্রাম ডিপো হয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান যাবে। অন্য দিকে, সেন্ট্রাল স্টেশন থেকে মেট্রো রুট শিয়ালদহ হয়ে যাবে সল্টলেক পর্যন্ত। কিন্তু বি বা দী বাগ এলাকায় তিনটি হেরিটেজ বিল্ডিংয়ের কারণে স্টেশন তৈরির কাজ আটকে রয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক করেছেন, প্রথম ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে। মেট্রোকর্তাদের দাবি, এসপ্ল্যানেড স্টেশন তৈরির জমি হাতে এসে গেলে পরের ধাপেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রকল্প চালু করে দেওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy