চালের বস্তার সঙ্গে পাচারের সময়ে ধরা পড়ে গেল প্রায় আড়াই হাজার কিলোগ্রাম গাঁজা। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম নজরুল মণ্ডল ও বিজন হালদার। নজরুল সোনারপুর এবং বিজন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।
এসটিএফ সূত্রে খবর, শুক্রবার বিশেষ সূত্রে খবর পেয়ে বাইপাসের বেঙ্গল কেমিক্যাল মোড়ে একটি লরি আটক করে তারা। লরিটি চালের বস্তায় ভর্তি ছিল। কিন্তু সেই চালের বস্তাগুলির ভিতর থেকেই ২২২টি গাঁজা ভর্তি প্যাকেট মেলে। যার পরিমাণ প্রায় ২৪০৭ কিলোগ্রাম। বাজারে ওই গাঁজার আনুমানিক মূল্য ৮০ লক্ষ থেকে এক কোটি টাকার মতো। ধৃতেরা জানিয়েছে, ওই গাঁজা তারা অসমের নওদা থেকে এনেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, অসম থেকে আনলেও ওই গাঁজা মণিপুরের বলেই তাঁরা জানতে পেরেছেন। কিন্তু এত পরিমাণ গাঁজা যাচ্ছিল কোথায়? তদন্তকারীদের দাবি, এ রাজ্যেরই বিভিন্ন জায়গায় পাচার করার জন্য আনা হচ্ছিল ওই গাঁজা। এটি কোনও বড় পাচার-চক্রের কাজ বলেই অনুমান তদন্তকারীদের। একই পদ্ধতিতে গাঁজা পাচার করার সময়ে ধরা পড়েছিলেন এক প্রাক্তন ফুটবলার। ফলে চক্রের পিছনে আরও বড় কোনও মাথা জড়িত বলেই মনে করছেন গোয়েন্দারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy