সেতু ভাঙার পর পরিবর্তন আনা হয়েছে ট্রাফিক পরিষেবায়।
মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে শহরের একটা বড় অংশে যান চলাচল ব্যবস্থায় পরিবর্তন এসেছে। গত মঙ্গলবার বিকেলে মাঝেরহাট সেতু ভেঙে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়।
যদিও প্রথম থেকেই এই অঞ্চলের পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। মাঝেরহাট সংলগ্ন এলাকার যানবাহন পরিষেবার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন এনেছে তারা। আগামী কয়েক দিন ধরেই এই পরিবর্তিত ব্যবস্থা কার্যকর থাকবে ওই রুটে। বদল এসেছে রেল পরিষেবাতেও।
দেখে নিন কোন পথে যাতায়াত আগামী কয়েক দিন।
আরও পড়ুন: ‘আমি ভাঙা সেতুর নীচে আটকে, বাঁচান ভাইজান’
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, মূলত বেহালাগামী দক্ষিণ কলকাতার বাস ও অন্য যে সব বাস হেস্টিংস ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রো়ড ধরে যাবে, সেগুলির রুট পরিবর্তন করা হয়েছে। আগামী ক’দিন এই বাসগুলি খিদিরপুর ক্রসিং, সিজিআর রোড, হাইড রোড, ব্রেস ব্রিজ, তারাতলা রোড হয়ে তারাতলা ক্রসিংয়ের রাস্তা ধরবে। ডায়মন্ড হারবার থেকে উত্তর কলকাতাগামী বাসগুলি তারাতলা ক্রসিং থেকে ঘুরে তারাতলা রোড, ব্রেস ব্রিজ, হাইড রোড, সিজিআর রোড ধরে হেস্টিংসে পৌঁছবে। আলিপুর রোড ধরে সব বেহালার দিকে যাওয়া সব বাস হয় জাজেস কোর্ট রোড ধরে যাবে অথবা স্টান্ডেল রোড, ডায়মন্ড হারবার রোড হয়ে গার্ডেরিচ ফ্লাইওভার বা রিমাউন্ট রোডের রাস্তা ধরবে। বজবজ এলাকা থেকে মূল শহরগামী সব যানবাহন জিঞ্জিরা বাজার ক্রসিং থেকে তারাতলা রোড, গার্ডেনরিচ ফ্লাইওভার হয়ে ডায়মন্ড হারবার রোড ধরবে। গত মঙ্গলবারের বিপর্যয়ের কারণে বিপর্যয়ের কারণে বেশ কিছু একমুখী রাস্তার নিয়ম পরিবর্তিত হয়েছে। যেমন, এন আর অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার রাস্তাটিতে ভোর ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পূর্বমুখী করা হয়েছে। আবার দুপুর ১ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত এখানে পশ্চিমমুখী যান চলাচল করবে। রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এই ওয়ান ওয়ে রাস্তাকে টু ওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে ভোর ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত কোনও মালবাহী যান সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার, ডিপিএস, প্রিন্স আনোয়ার সাহা, এনএসসি বোস রোড, আলিপুর রোড, বেলভেডার রোড ও ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে যাবে না বলে ট্রাফিক সূত্রে খবর। সিজিআর রোড, ডায়মন্ড হারবার রোড ও জাজেস কোর্ট রোডে ট্রাম পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নাগরিক পরিষেবার সুবিধার্থে ভোর ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা এলাকা থেকে ডায়মন্ড হারবার রোড ও বজবজ ট্রাঙ্ক রোড ধরে আসা এবং হাওড়া কমিশনারেট এলাকা থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে আসা সকল পণ্যবাহী যানবাহনকে নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: ‘কেন আজ বই কিনতে গিয়েছিলি?’
ব্রিজ ভেঙে পড়ার পর পরিবহণ দফতরের তরফে বেশ কিছু অতিরিক্ত বাসেরও ব্যবস্থা করেছে। সেগুলি হল:
তারাতলা থেকে বজবজ রুটে অতিরিক্ত পাঁচটি বাস চলবে। তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো রুটে চলবে তিনটি অতিরিক্ত বাস। টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা রুটে তিনটি বাস। বেহালা চৌরাস্তা থেকে দোস্তিপুর রুটে তিনটি বাস। বেহালা থেকে ডায়মন্ড হারবার রুটে তিনটে বাস। নিউ আলিপুর স্টেশন থেকে বেহালা চৌরাস্তা রুটে তিনটে বাস। এসপ্লানেড থেকে ডায়মন্ড হারবার যাবার জন্য বেশ কিছু বাসের বন্দোবস্ত করেছে পরিবহণ দফতর।
(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy