অজিত রায়। ফাইল চিত্র
বারাসত আদালতে এসে ফের মেজাজ হারাল অনুপম সিংহ হত্যা মামলার মূল অভিযুক্ত অজিত রায় ওরফে বুবাই। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্ন শুনে মেজাজ হারায় অজিত। হাতে থাকা জল ভর্তি বোতল ছুড়ে মারে সাংবাদিকদের দিকে। তাতে আহত হন এক চিত্র সাংবাদিক। আদালতের ভিতরে পুলিশি ঘেরাটোপে থেকেও খুনে অভিযুক্তের এই আচরণে হতবাক হয়ে পড়েন আইনজীবীরাও। এ দিন ছিল অনুপম হত্যা মামলার ২৩তম সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ সোমা রায়।
আদালত সূত্রের খবর, হৃদয়পুরে অনুপম যে ঘরে খুন হয়েছিলেন সেখান থেকে অন্য জিনিসের সঙ্গে সিগারেটের পোড়া অংশ উদ্ধার করেছিল ফরেন্সিক দল। এই মামলার সরকারি আইনজীবী বিপ্লব রায় এ দিন জানান, সিগারেটে যে থুতু লেগেছিল তার সঙ্গে পরবর্তীকালে অজিতের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। তার পরে অজিতের ডিএনএ ম্যাচ করিয়ে রিপোর্ট দিয়েছিলেন সোমা। এ দিন তাঁরই সাক্ষ্য নেওয়া হয়। বিপ্লববাবু বলেন, ‘‘এর থেকে প্রমাণ হয় যে অনুপমকে খুনের সময়ে সেখানে হাজির ছিল অজিত। সে-ই অনুপমকে খুন করেছে বলে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে।’’
সাক্ষ্যগ্রহণ শেষে পুলিশি নিরাপত্তায় প্রথমে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় অনুপমের স্ত্রী ও অজিতের প্রেমিকা মনুয়া মজুমদারকে। তার পরেই নিয়ে যাওয়া হচ্ছিল অজিতকে। তখনই পোড়া সিগারেটে লেগে থাকা থুতুর সঙ্গে অজিতের ডিএনএ ম্যাচ করা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। তাতে মেজাজ হারিয়ে হাতে ধরে থাকা জল ভর্তি বোতল পুলিশি ঘেরাটোপের মধ্যেই ছুড়ে মারে সে। অজিতের আইনজীবীর আবেদনের ভিত্তিতেই আদালতে তাকে জল খেতে দেওয়া হয়েছিল। তার মারমুখী মেজাজ দেখে আদালতে হাজির মৃতের পরিবারের পাশাপাশি আইনজীবীরাও পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy