Advertisement
০৩ নভেম্বর ২০২৪

জট কাটছে ‘মা’-এর

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে।

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০০:৫৬
Share: Save:

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে। অন্যটি এ জে সি বসু রোড থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়ের উপর দিয়ে আসবে পরমা উড়ালপুলে। ওই দু’টি রাস্তা তৈরি হলেই সমস্যার সমাধান হবে বলে দাবি দফতরের কর্তাদের। এর মধ্যে এ জে সি বসু রোড থেকে উড়ালপুলের এই অংশটিই উঠবে মা সেতুতে, যা শেষের পথে। সেতুটি শেষ হলে যানজট সমস্যাও অনেকটাই মিটবে বলে দাবি ওই কর্তাদের।

সোমবার ছবিটি তুলেছেন দেশকল্যাণ চৌধুরী।

অন্য বিষয়গুলি:

'Ma' flyover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE