চলছে পুজো কার্নিভাল।
তিন বছরে পা দিল পুজো কার্নিভাল। দেশ-বিদেশি অতিথিদের আপ্যায়ণ করার জন্য প্রস্তত কলকাতা। বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হয়েছে কার্নিভাল। ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে শুরু করে একের পর এক দুর্গা মূর্তি পৌঁছে যাচ্ছে বাবুঘাট। আগত অতিথিদের এবং পুজো উদ্যোক্তাদের যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে পুরো রাস্তাটা।
কেমন চলছে কার্নিভাল? দেখে নিন
• নাকতলা উদয়ন সংঘের শোভাযাত্রায় নৃত্যে অংশ নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
• নাকতলা উদয়ন সংঘের পুজোর এ বার বিষয় ভাবনায় নজর কেড়েছে অনেকের। চলতি বছরে ৩২ বছরে পা রাখল এই পুজো।
• অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে বার্তা দিল বেহালা নূতন সংঘ।
• বাদামতলা আষাঢ় সংঘের দুর্গা প্রতিমা গড়েছেন পরিমল পাল।
• বাবুবাগান সর্বজনীন পুজোর থিল ছিল বাংলার মাটিতে সুরের ঐক্যতান।
• ধীরে ধীরে এগিয়ে আসছে যোধপুর পার্ক সর্বজনীন পুজো কমিটির শোভাযাত্রা।
• কালীঘাটের যুবমৈত্রী ক্লাবের শোভাযাত্রায় উৎসাহের অন্ত ছিল না। এ পুজোর থিম ছিল উত্তরণ।
• পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো চলতি বছরে ৯৯তম বছরে পা রেখেছে।
• ভবানীপুর স্বাধীন সংঘের শোভাযাত্রা সাঁওতালি নাচ।
• উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীনের পুজোর থিম ছিল অন্তর্জাল।
• ৭৪ পল্লির সাবেকি প্রতিমায় মুগ্ধ হয়েছেন উৎসাহীরা। ১৯৫৫ সালে শুরু হয় এই পুজো।
• এ বার ২৬ বছর হল চেতলা অগ্রণীর পুজোর। এই পুজোর থিম ছিল বিসর্জন। বিসর্জন মানে, নতুন করে ফিরে আসা— এমনটাই জানালেন এই পুজো কমিটির সদস্যেরা।
• ২১ পল্লী সর্বজনীনের পুজোর শোভাযাত্রায় আদিবাসী নৃত্যের ছবি ভেসে উঠল। এ বারের পুজোর থিম ছিল আঁধার।
• তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় থিম ছিল আলোর পথযাত্রী। ৫৩ বছরে পড়ল এই পুজো।
• বেলঘড়িয়ার মানসবাগ সর্বজনীন পুজোর শোভাযাত্রা ধুনুচিনাচে অংশ নিলেন মহিলারা।
• বোসপুকুর শীতলা মন্দিরের পুজোয় দেখা গেল লোকশিল্পের প্রয়োগ। চলতি বছরে এই পুজোর থিম ছিল গোন্ড উপজাতির জীবনযাত্রা।
• বেহালা বাণী মন্দিরের পুজোর শোভাযাত্রায় শোনা গেল পরম শান্তির আবাহনের বার্তা।
• ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীনের শোভাযাত্রায় পা মেলালেন পুজো কমিটির সদস্যরা। চলতি বছরে ৪৮ বছর বয়স হল এই পুজোর।
• ধীরে ধীরে এগিয়ে চলেছে গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজোর শোভাযাত্রা। চলতি বছর ৮৮ বছরে পা রাখল হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো।
• বেহালা নুতন দলের পুজোয় ধাতব সামগ্রী দিতে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা।
• শোভাযাত্রায় অংশ নিল কুমোরটুলি সর্বজনীন।
• একে একে শোভাযাত্রায় অংশ নিল মানিকতলা চালতা বাগান, ৭৩ বছরের কালীঘাট সঙ্ঘশ্রীর পুজো, চক্রবেড়িয়া সর্বজনীন, বড়িশা ক্লাব।
• বরানগরের নেতাজি কলোনির লো ল্যান্ড পুজো কমিটির থিম এবার লন্ডন। ৭৫ বছর ধরে শোভাযাত্রায় অংশ নিয়েছে আহিরীটোলা সর্বজনীন। তাদের এ বছরের থিম ছিল পুরনো জমিদার বাড়ি।
দেখুন লাইভ ভিডিয়ো:
• স্বামীজি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী। শোভাযাত্রায় যোগ ব্যায়ামের প্রদর্শন করল খিদিরপুর ২৫ পল্লি। ৭৪ বছরে পড়েছে এ বছরের পুজো।
• ১৯৪৭ সাল থেকে শুরু কলেজ স্কোয়ারের পুজো। এ বছর ্অক্ষরধাম মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ।
• প্রত্যেক মেয়ের মধ্যেই রয়েছেন একজন মা। টালা বারোয়ারির ৯৮ বছরের পুজোর ভাবনা এবার এ নিয়েই।
• এ বছর ৫০ বছরে পড়েছে মহম্মদ আলি পার্কের পুজো। শ্রীভূমির মতো তাদেরও এ বছরের থিম চিতোরের প্রাসাদ। রাজস্থানের গান-নাচের মধ্যে দিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে তারা।
• মূল মঞ্চে উপস্থিত রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মাল্য এবং অন্যান্য টলিউড অভিনেতা-অভিনেত্রীরা।
• একের পর এক শোভাযাত্রায় অংশ নিল কোলাহল গোষ্ঠীর পুজো, চোরবাগান সর্বজনীন, সল্টলেক এফ ডি ব্লক। সল্টলেক এফ ডি ব্লক জুরাসিক পার্কের আদলে মণ্ডপ বানিয়েছে এ বছর।
• একডালিয়া এভারগ্রিনের পুজো এ বারে ৭৬ বছরে পড়েছে। তাদের এ বছরের থিম তাঞ্জোরের শিব মণ্ডপ। কার্নিভালে অংশ নিয়েছে ৬৮ বছরের বালিগঞ্জ কালচারাল ক্লাবও।
• বিকেল ৪টে ৪০ মিনিট। রেড রোড ধরে এগিয়ে এল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারে তাদের থিম পদ্মাবতী। রাজস্থানের চিতোর দুর্গের আদলে মণ্ডপ। একেবারে সামনে রয়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ঢাক বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন তিনি।
• বিকেল সাড়ে ৪টা নাগাদ রেড রোডে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আতসবাজিতে নিষেধাজ্ঞা নয়, বলল সুপ্রিম কোর্ট, বাজি পোড়ানো যাবে দু’ঘণ্টার জন্য
• কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছে ৭৫টি পুজো কমিটিকে।
• দুপুর থেকেই রেড রোডের প্রতিমা নিয়ে পৌঁছে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। বিকেল ৪টে থেকে শুরু হয়ে যাবে ২০১৮ সালের পুজো কার্নিভাল।
• এ বছর কার্নিভালে অংশ নেয়নি তিনটি পুজো। মুদিয়ালি, বোসপুকুর শীতলা মন্দির এবং শিব মন্দিরের প্রতিমা থাকছে না এ বছর।
• রেড রোড, ডাফরিন রোড, আকাশবাণী ভবন সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এজেসি বোস রোড-বিবাদী বাগ-স্ট্র্যান্ড রোড খোলা থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy