কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টির জেরেই সোমবার জলমগ্ন হয়ে পড়ল কলকাতা। শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ দিন রাত সাড়ে ৮টা থেকেই বৃষ্টিপাত শুরু হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রাজা সুবোধ মল্লিক রোড, নেতাজী সুভায চন্দ্র রোড, সুকান্ত সেতুর কাছের রাস্তা, প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর-সহ বেশ কয়েকটি জায়গায় হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে পড়ে। গত ১৫ বছরেও এই রাস্তায় এই ভাবে জল দাঁড়াতে দেখেনি শহরবাসী।
প্রতি বছরই সামান্য বৃষ্টিতে শহরের এই হাল হতে দেখা যায়। তা সত্ত্বেও কেন পুরসভা আগে থেকে ব্যবস্থা নেয় না সেই প্রশ্নই এখন তুলছেন শহরবাসী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy