পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বড়দিনের সন্ধ্যার ভিড়। —নিজস্ব চিত্র।
কলকাতা পুলিশের ব্যবস্থাপনায় বড়দিনের সন্ধ্যায় ভিড়ের বিপত্তি এড়াল মেট্রো। চলতি সপ্তাহ থেকেই কলকাতা মেট্রোয় দৈনিক ট্রেনের সংখ্যা ২৮৮টি থেকে কমে ২৪৮টি হয়েছে। কাজের দিনে ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় গত কয়েক দিন ধরেই মেট্রোর সময়সূচি এলোমেলো হয়ে যাওয়া নিয়ে যাত্রীমহলে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল। ব্যস্ত সময়ে দমদম ছাড়াও এসপ্লানেড, চাঁদনি চক, রবীন্দ্র সদন স্টেশনে সময় মতো মেট্রো মিলছে না বলে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ শোনা যাচ্ছিল। একাধিক স্টেশনে ট্রেনের সময়জ্ঞাপক ডিসপ্লে বোর্ডের সময় বদলে যাওয়ার অভিযোগও উঠছিল। উদ্ভূত পরিস্থিতিতে কম সংখ্যক ট্রেন নিয়ে বড়দিনের সন্ধ্যায় বিপুল যাত্রী-সংখ্যার চাপ কতটা সামাল দেওয়া যাবে, তা নিয়ে আশঙ্কা ছিল মেট্রোকর্তাদের। ভিড়ের চাপে মেট্রোর পরিষেবা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কাও করছিলেন অনেকে।
তবে কলকাতা পুলিশ পার্ক স্ট্রিটের ভিড়কে এ দিন কার্যত ‘মাথাচাড়া’ দিতে না দেওয়ায় মেট্রো স্টেশনগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকেও রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড স্টেশনে এ বার বাড়তি রক্ষী মোতায়েন করা হয়েছিল। ওই রক্ষীদের তৎপরতায় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের ভিড় মাত্রাছাড়া হতে পারেনি। ফলে, পরিষেবার ক্ষেত্রে বড় কোনও বিপত্তি ঘটেনি। মাঝেমধ্যে ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনে যাত্রীদের প্রবেশের গেট বন্ধ করতে হলেও পরিস্থিতি কখনওই আয়ত্তের বাইরে যায়নি বলে মেট্রো সূত্রের দাবি।
এ দিন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বেশ কিছু পথকে একমুখী করে দেওয়া হয়েছিল। মেট্রো ভবন লাগোয়া গেট যাত্রীদের প্রবেশের জন্য এবং জাদুঘর লাগোয়া গেট যাত্রীদের বেরিয়ে আসার জন্য নির্দিষ্ট করা ছিল। মেট্রো থেকে নেমে পার্ক স্ট্রিটমুখী জনতার ভিড় এ বার সেই অর্থে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকার বা ঘোরাঘুরি করার সুযোগ পায়নি। পুলিশের তৎপরতায় পার্ক স্ট্রিটের ভিড় অ্যালেন পার্কের মোড় থেকে মল্লিকবাজার এবং ক্যামাক স্ট্রিটের দিকে ভাগ হয়ে গিয়েছে। ক্যামাক স্ট্রিটের দিকে যাওয়া ভিড়ের একাংশ ময়দান মেট্রোর জীবনদীপের দিকে এসেছে। অন্য অংশ আচার্য জগদীশচন্দ্র বসু রোডের দিকে গিয়েছে। এ দিন কোনও ক্ষেত্রেই পার্ক স্ট্রিট থেকে এক বার বেরিয়ে যাওয়া ভিড়কে আর একই রাস্তার দিকে ফিরে আসতে দেয়নি কলকাতা পুলিশ। ওই তৎপরতার ফলে এক দিকে পার্ক স্ট্রিটে যেমন ভিড় উপচে পড়েনি, তেমনই লাগোয়া মেট্রো স্টেশনগুলিতেও ভিড় সে ভাবে স্রোতের মতো ভেঙে পড়েনি বলে সূত্রের খবর।
মেট্রো স্টেশনগুলির সামনেও এ দিন যথেষ্ট সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যে সব যাত্রীরা হাওড়ার দিক থেকে পার্ক স্ট্রিট এসেছেন, তাঁদের অনেককেই ফিরতে হয়েছে বাসে। পার্ক স্ট্রিটের উল্টো দিকে সন্ধ্যা থেকেই একের পর এক রাজ্য পরিবহণ নিগমের সরকারি বাস এসে থেমেছে এবং যাত্রীদের নিয়ে বেরিয়ে গিয়েছে। ভিড় আগেই একাধিক দিকে ভাগ হয়ে যাওয়ায় মেট্রোর পক্ষেও পরিস্থিতি সামলানো সহজ হয়েছে বলে জানা গিয়েছে। রাত পর্যন্ত মেট্রোয় চার লক্ষের কাছাকাছি যাত্রী সফর করেছেন বলে মেট্রো সূত্রের খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy