পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক অধীনস্থ সংস্থা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গবেষক প্রয়োজন। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে। সংস্থায় প্রকল্পের কাজে নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তের কর্মস্থল হবে পুণের দফতর।
সংস্থার একটি গবেষণা প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ফেলো (জেপিএফ) পদে নিয়োগ হবে। তবে, বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। প্রকল্পে কাজের মেয়াদ তিন বছর। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
নিযুক্তের ফেলোশিপ হিসাবে ২৪,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়াও মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতা। আবেদনকারীর উদ্ভিদবিদ্যা কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া আবশ্যক। স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর থাকতে হবে।
বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে। ১৬ এপ্রিল আবেদনের শেষ দিন। এ ছাড়াও প্রার্থীরা সরাসরি ২৩ এপ্রিল ইন্টারভিউয়ের জন্য পুণের দফতরে উপস্থিত থাকতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।