Advertisement
২২ নভেম্বর ২০২৪
Onion Price

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এ বার ময়দানে পুলিশ কমিশনারও, পোস্তার পাইকারি বাজারে হানা

গত কয়েক দিনের তুলনায় এ দিন পোস্তায় পেঁয়াজের পাইকারি দর কিছুটা কমই ছিল।

পোস্তা বাজারে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। —নিজস্ব চিত্র

পোস্তা বাজারে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৯:৩০
Share: Save:

মুখ্যমন্ত্রীর পর এ বার পুলিশ কমিশনার। পেঁয়াজের দাম খতিয়ে দেখতে ময়দানে নামলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার আচমকাই পোস্তা বাজারে পেয়াজের পাইকারি দর খতিয়ে দেখলেন কলকাতার নগরপাল। ব্যবসায়ীরা ভিন রাজ্য থেকে কত দামে কিনছেন এবং বিক্রির দর কত, সে সব বিষয়ে সবিস্তার খোঁজখবর নেন অনুজ শর্মা।

সোমবার হঠাৎ যদুবাবুর বাজারে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪০-১৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন। বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা কত টাকায় পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনছেন? পরের দিনই পোস্তা বাজার সরেজমিন খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার।

তবে গত কয়েক দিনের তুলনায় এ দিন পোস্তা বাজারে পেঁয়াজের পাইকারি দর কিছুটা কমই ছিল। পাইকারি বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা সিপি-কে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও কিছুটা কমতে পারে। রাজ্য সরকারের গঠিত টাক্স ফোর্সের অন্যতম সদস্য কমল দে বলেন, ‘‘গত কয়েক দিনের তুলনায় পেঁয়াজের পাইকারি দর অনেকটাই কম ছিল। আশা করছি আরও কিছুটা কমবে আগামী সপ্তাহের মধ্যেই।’’ যদিও তুলনায় খুচরো বাজারে পেঁয়াজের দাম এখনও খুব বেশি কমেনি। কলকাতার খুচরা বাজারে এ দিন কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকার আশপাশে।

আরও পড়ুন: শৈশব চুরি রুখতে হরিয়ানায় বন্ধ হচ্ছে সব কেজি স্কুল, কী বলছে এ রাজ্যের শিক্ষামহল

আরও পড়ুন: রাজ্যসভা-বিধানসভায় ধনখড়ের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল, স্পিকারকে কড়া চিঠি রাজ্যপালের

খুচরা বাজারে পেঁয়াজের দর এখনও না কমলেও কলকাতা সমেত কয়েকটি জেলার রেশন দোকানে এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সহায়ক মূল্যে ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাজ্য সরকার। পরিবার পিছু এক কেজি করে পেঁয়াজ নিতে লম্বা লাইন পড়ছে রেশন দোকানগুলিতে। বিপুল পেঁয়াজের চাহিদা থাকলেও রাজ্য সরকারের বেঁধে দেওয়া ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ নিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারাও। রাজ্য জুড়ে ১৩১টি সুফল বাংলা স্টলেও একই দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

অন্য বিষয়গুলি:

Onion Onion Price Anuj Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy