Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ঝড়ে দূর অস্বস্তি

আর ফাঁকি দিল না কালবৈশাখী! গত ক’দিন আসি আসি করেও আসেনি। শনিবার বিকেলে সে আশা মিটেছে শহরবাসীর। ঝড়-বৃষ্টি মুছিয়ে দিয়েছে গরমের অস্বস্তি। দুপুরে যেখানে পারদ উঠেছিল ৩৭ ডিগ্রির উপরে, বিকেলের পরে তা এক ধাক্কায় অনেকটাই নামে। কমে যায় বাতাসের আর্দ্রতাও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০০:২৫
Share: Save:

আর ফাঁকি দিল না কালবৈশাখী! গত ক’দিন আসি আসি করেও আসেনি। শনিবার বিকেলে সে আশা মিটেছে শহরবাসীর। ঝড়-বৃষ্টি মুছিয়ে দিয়েছে গরমের অস্বস্তি। দুপুরে যেখানে পারদ উঠেছিল ৩৭ ডিগ্রির উপরে, বিকেলের পরে তা এক ধাক্কায় অনেকটাই নামে। কমে যায় বাতাসের আর্দ্রতাও।

রেডার চিত্র দেখে আবহবিদেরা জানাচ্ছেন, দুপুরে ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছিল। সেটাই জেলাগুলির উপর দিয়ে ভেসে এসেছে মহানগরে। মেঘটির উচ্চতা ছিল প্রায় ১৪ কিমি। হাওয়া অফিস জানায়, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিমি। দমদমে তা ছিল ৬২ কিমি। কলকাতায় এক লপ্তে ৯.৮ মিমি বৃষ্টিও হয়েছে। ঝড়ে অন্তত ১৫টি গাছ পড়েছে। ফলে অল্প যানজটও হয়।

আবহবিদেরা জানান, কখনও দুর্বল মেঘ শহরে পৌঁছচ্ছিল না। কখনও হাওয়ার অভিমুখ বদলে মেঘ যাচ্ছিল অন্যত্র। আবহবিদদের মতে, আজ, রবিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।

অন্য বিষয়গুলি:

Northwester Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE