পুকুর ভরাট বন্ধ করতে এ বার হাতে-কলমে মাছ চাষ শেখাতে চাইছে কলকাতা পুরসভা। এ নিয়ে রাজ্য মৎস দফতরের বিশেষজ্ঞদের সঙ্গে সম্প্রতি পুর আধিকারিকদের কথা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।
প্রসঙ্গত, জলাশয় সংরক্ষণের জন্যে পুরসভার পুকুরগুলিতে মাছ চাষের সিদ্ধান্ত আগেই নিয়েছিল পুরসভা। মাছ চাষ করে বেকার তরুণ-তরুণীরা যাতে উপার্জন করতে পারেন, সে কারণে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে ওই পুকুরগুলি লিজ দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতোই সম্প্রতি এ নিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘‘প্রাথমিক ভাবে ৭৫টি জলাশয়কে মাছ চাষের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা চাইছি পুকুরগুলিকে আয়ের উৎস করে তুলতে, যাতে পুকুর বোজানোর প্রবণতা বন্ধ হয়।’’ তবে দরপত্রে যদি আশানুরূপ সাড়া না পাওয়া যায়, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথাও ভেবে রেখেছেন পুর কর্তৃপক্ষ। স্বপনবাবু বলেন, ‘‘তেমন সাড়া না মিললে পুকুরগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেব। তাঁদেরই মাছ চাষ করা শেখাব।’’
এর আগে পুকুর ভরাট বন্ধ করতে নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করার কথা ভেবেছিলেন পুর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী প্রস্তাবও তৈরি করা হয়। কিন্তু পুরসভা সূত্রের খবর, এখনই ওই প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এক পুর আধিকারিকের কথায়, ‘‘এখন মাছ চাষকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রকল্পে সাড়া মিললে পুকুর বোজানো বন্ধ করা যাবে বলেই আশা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy