Advertisement
০৩ নভেম্বর ২০২৪

অগ্নিবিধির হাল কবুল মন্ত্রীর

দমকলবিধি না মানার জন্যই যে বিভিন্ন অগ্নিকাণ্ড ঘটছে, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তা কার্যত মেনে নিলেন দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান। এই বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়ও ঠেলে দিলেন পুলিশের দিকে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আগুন লাগার কারণ জানা গেলেও দমকল দফতরের কিছু করার নেই। আগুন নেভানোর দায় দমকলের।

বেন্টিঙ্ক স্ট্রিটের একটি দোকানে আগুন। সোমবার। — নিজস্ব চিত্র।

বেন্টিঙ্ক স্ট্রিটের একটি দোকানে আগুন। সোমবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:২১
Share: Save:

দমকলবিধি না মানার জন্যই যে বিভিন্ন অগ্নিকাণ্ড ঘটছে, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তা কার্যত মেনে নিলেন দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান। এই বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়ও ঠেলে দিলেন পুলিশের দিকে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আগুন লাগার কারণ জানা গেলেও দমকল দফতরের কিছু করার নেই। আগুন নেভানোর দায় দমকলের। তার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় পুলিশকে। তারাই এফআইআর করে।

সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের একটি অতিরিক্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বৈদ্যুতিক গোলযোগ, শর্ট সার্কিট, ওভারলোড-সহ ‘ম্যান মেড’ নানা কারণেই আগুন লাগার ঘটনা ঘটেছে। বেশ কিছু ক্ষেত্রে আগুন লাগার পিছনে অসাধু প্রমোটারদের হাত আছে বলেও জানান তিনি। আবার সিপিএম বিধায়ক তাজমুল হোসেনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, গত এক বছরে রাজ্যে বসতিপূর্ণ আবাসে আগুন লাগার ঘটনা ১২৯টি। অন্য আর একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দমকল বিধির বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি রয়েছে। তাদের পরামর্শ মতো ব্যবস্থাও নেওয়া হয়।

পরে আর একটি প্রশ্নের উত্তরে দমকলমন্ত্রী বলেন, নিউ মার্কেট এলাকায় একটি মলে আগুন নেভানোর জন্য রাজ্য সরকার সেনা ডাকেনি। ‘রাজনৈতিক জাগলারির জন্য’ সেনাবাহিনীর লোকেরা নিজেরাই সেখানে চলে গিয়েছিলেন। সেনা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। সরকারি আবেদন ছাড়া সেনাবাহিনীর আগুন নেভাতে যাওয়ার বিষয়টি সরকারি ভাবে সেনাবাহিনীর বড় কর্তাদের জানানো হলে তাঁদের প্রতিনিধি রাজ্য সরকারের কাছে গিয়ে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।

অন্য বিষয়গুলি:

Javed Khan fire brigade assmebly police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE