চিকিৎসক নিগ্রহের নিন্দা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত বৃহস্পতিবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই ইন্টার্নকে মারধরের ঘটনা ঘটে। এর তিন দিন পরে সাগর দত্তের ঘটনার নামোল্লেখ না করে রাজ্যপাল বলেন, ‘‘চিকিৎসকদের বিরুদ্ধে কোনও রকম অসহিষ্ণুতা প্রকাশ করা ঠিক নয়।’’
নিরাপত্তার অভাবে উদ্বিগ্ন ইন্টার্নেরা শনিবার কর্মবিরতি পালন করেছিলেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হাসি দাশগুপ্তকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। হাসপাতালের মূল গেটে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করার পরে গভীর রাতে কর্মবিরতি তুলে নেন ইন্টার্ন চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, সাগর দত্তের মতো ইন্টার্ন নির্ভরশীল কলেজে কাজ বন্ধ করলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই রোগীদের কথা ভেবেই নিরাপত্তা রক্ষী মোতায়েনের পরে কর্মবিরতি তুলে নেওয়া হল।
এ দিন গুরুসদয় দত্ত রোডে এক চিকিৎসক সংগঠনের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, ‘‘চিকিৎসকদের বিরুদ্ধে কোনও বক্তব্য থাকলে আলোচনার পরিবেশে তার সমাধান হওয়া উচিত। চিকিৎসা পরিষেবায় তার কোনও প্রভাব পড়া উচিত নয়।’’