বই প্রকাশ অনুষ্ঠানে। নিজস্ব চিত্র।
শুরু হয়ে গিয়েছে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। কলকাতা ও বাংলাদেশে বইমেলার ইতিহাসে এই প্রথম ভারত-বাংলাদেশের যৌথ প্রকাশনা উদ্যোগে প্রকাশিত হল ‘বইসাঁকো’।
কলকাতা ও ঢাকার দুই ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘পত্রভারতী’ এবং ‘অন্যপ্রকাশ’-এর উদ্যোগে এই বইটি প্রকাশিত হল। চলতি বছরের কলকাতা বইমেলায় ভারতের দুই ও বাংলাদেশের তিন সাহিত্যিকের বইও প্রকাশিত হল শনিবারের সন্ধ্যায়।
সত্যম রায়চৌধুরীর ‘দুনিয়াদারি’, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘আজও রোমাঞ্চকর: স্বাধীনতার রক্তঝরা গল্প’, সৈয়দ মনজুরুল ইসলামের ‘সেরা দশ গল্প’, মারুফুল ইসলামের ‘নির্বাচিত ১০১ কবিতা’ ও মাজহারুল ইসলামের ‘হুমায়ুন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’ এই বইগুলি প্রকাশিত হল শনিবারে।
আরও পড়ুন: এই প্রাণীটি ‘অমর’, বয়স এদের মৃত্যু ঘটাতে পারে না
বইমেলার স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়ামে পাঁচ বইয়ের প্রকাশনায় লেখকরা তো ছিলেনই।
বই প্রকাশ অনুষ্ঠানে দুই বাংলার সাহিত্যিক ও প্রকাশকরা। নিজস্ব চিত্র।
এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী সমরেশ মজুমদার ও কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌহিদ হাসান, লেখক প্রচেত গুপ্ত, বাংলাদেশের গণ মাধ্যম ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, লেখিকা রাবেয়া খাতুন, কবি বীথি চট্টোপাধ্যায়রা।
আরও পড়ুন: খুন করে পুঁতে দিয়েছিল প্রেমিক, স্বপ্নে মিলল রহস্যের সমাধান!
এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের দুই খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও মেহের আফরোজ শাওন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy