এ রাজ্যে হাতে গোনা তিন-চার জন লাল বাতি ব্যবহার করেন। বাকিরা বেশিরভাগই নীল বাতি লাগানো গাড়িতে চড়েন। তিনি নিজে পাইলট কার নেন না। শুধু জাতীয় সড়কে দুর্ঘটনা বেশি হয় বলে সেখানে পাইলট কার নিতে হয়। রেলমন্ত্রী থাকাকালীনও তিনি লাল বাতি ব্যবহার করতেন না।
বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে কলকাতায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। দেশ জুড়ে লাল বাতির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এ দিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘‘এ রাজ্যে আগেই এ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে।’’
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে ভুবনেশ্বরে উড়ে গিয়ে সেখানকার অ্যাপোলো-য় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের সঙ্গে দেখা করেন মমতা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে সন্ধ্যায় কলকাতায় ফেরেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy