বেআইনি: চলছে ফুটপাথ জুড়ে নির্মাণ। বুধবার মুরারিপুকুরে। নিজস্ব চিত্র।
পুর আইনে রয়েছে, ফুটপাথে ইটের গাঁথনি বা যে কোনও নির্মাণ সম্পূর্ণ বেআইনি। অভিযোগ, তা সত্ত্বেও উত্তর কলকাতার মুরারিপুকুরের বিপ্লবী বারীন ঘোষ সরণিতে ইটের গাঁথনি এবং ঢালাই সবই হচ্ছে। অথচ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ওই কাজ দেখেও নীরব পুর প্রশাসন। স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান, পুর প্রশাসন সব জানে। তবু কেন নির্মাণ কাজ হচ্ছে তা জানা নেই।
পুরসভা সূত্রের খবর, ওই রাস্তার ফুটপাথ লাগোয়া একটি সরকারি আবাসন রয়েছে। সেই নীল-সাদা আবাসনের পাঁচিলের ধারেই পুরো ফুটপাথ জুড়ে চলছে কাজ। স্থানীয় সূত্রের খবর, কাজ করছে এলাকার একটি ক্লাব। পুরসভার এক ইঞ্জিনিয়ার জানান, গোটা বিষয়টি পুর কমিশনারকেও জানানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘সাধারণ মানুষ নিজের জায়গার বাইরে সামান্য কিছু করলেই ছুটে আসেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং অফিসারেরা। সেখানে পুরো ফুটপাথ জুড়ে এত বড় কাজ হচ্ছে, অথচ কোনও হেলদোল নেই।’’
ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, এত বড় অনিয়ম করার পরেও দেখা যাবে, বছর বছর দিব্যি সরকারি অনুদান পাচ্ছে ওই ক্লাব। যোগাযোগ করা হয়েছিল অভিযুক্ত ক্লাবের এক সদস্যের সঙ্গে। কিন্তু এ নিয়ে কিছুই বলতে চাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুরসভার অফিসারেরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy