ধর্মতলার ব্যস্ত মোড়ে যদি ফেলা হয় ‘মাদার অব অল বম্বস’, বিপুল প্রাণহানির আশঙ্কা।
প্রথম বার কোনও যুদ্ধক্ষেত্রে ‘মোআব’ (মাদার অব অল বম্বস) ব্যবহার করল আমেরিকা। যে এলাকায় এই বৃহত্তম অপারমাণবিক বোমা ফেলা হয়েছে, সেই পর্বতসঙ্কুল এলাকা জনবহুল নয়। কিন্তু এই মোআব যদি জনবহুল এলাকায় ফেলা হয়, তা হলে কী হতে পারে?
পরমাণু অস্ত্রের ইতিহাস সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়েলারস্টেইন তাঁর নিজের ওয়েবসাইটে একটি নিউক্লিয়ার এফেক্ট সিমুলেটর তৈরি করেছেন। এই সিমুলেটর দিয়ে মাপা যায়, কোনও বড় শহরের কোনও নির্দিষ্ট এলাকায় কী ধরনের বোমা পড়লে কী রকম ক্ষয়ক্ষতি হতে পারে? সেই সিমুলেটরকে কাজে লাগিয়ে দেখে নেওয়া যাক, আফগানিস্তানে যে বোমা পড়েছে, তা কলকাতায় পড়লে কী হতে পারে।
জিবিইউ-৪৩/বি এমওএবি-নিশানা: ধর্মতলা, কলকাতা:
যদি ধর্মতলায় লেনিন সরণির মুখে মোআব ফেলা হয়, তা হলে বিস্ফোরণে তৈরি হওয়া ফায়ারবল বা অগ্নিগোলক বিস্ফোরণ স্থলের সব দিকে ১০ মিটার করে এলাকাকে গ্রাস করে নেবে। মোআব বিস্ফোরণের ফলে যে তীব্র এয়ারব্লাস্ট হবে, তা বিস্ফোরণ কেন্দ্রের সব দিকে ৬০ মিটার পর্যন্ত এলাকাকে বিধ্বস্ত করে দেবে। থার্মাল রেডিয়েশন ছড়াবে আরও অনেক দূর। বিস্ফোরণ স্থলের যে কোনও দিকে ১৩০ মিটারের মধ্যে যাঁরা থাকবেন, তাঁরা সাংঘাতিক ভাবে পুড়ে যাবেন অর্থাৎ থার্ড ডিগ্রি বার্নের শিকার হবেন। এর চেয়েও কিছুটা বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে একটু কম তীব্রতার এয়ারব্লাস্টের আরও একটি বলয়। তার প্রভাব পড়বে বিস্ফোরণ স্থল থেকে ১৫০ মিটার দূর পর্যন্ত।
নিউক-ম্যাপ যে হিসেব দিচ্ছে, তাতে ধর্মতলায় মোআব ফেলা ৬ হাজার ৫০০-রও বেশি মানুষের প্রাণ যেতে পারে। জখম হতে পারেন প্রায় ২৬ হাজার মানুষ।
আরও পড়ুন: কত বড় বোমা আছে ভারত, চিন, পাকিস্তানের হাতে জানেন কি?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy