Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উড়ালপুল নিয়ে আশ্বাস পুরমন্ত্রীর

পরমা উড়ালপুল তৈরির ব্যাপারে রেলের চূড়ান্ত অনুমোদন মিলেছে। শীঘ্রই পার্ক সার্কাস চার নম্বর সেতুর কাছে ওই প্রকল্পের আটকে থাকা কাজ শুরু হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার এ কথা জানিয়ে বলেন, ‘‘পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস পর্যন্ত উড়ালপুলটি পুজোর আগেই চালু হয়ে যাবে।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৩:১১
Share: Save:

পরমা উড়ালপুল তৈরির ব্যাপারে রেলের চূড়ান্ত অনুমোদন মিলেছে। শীঘ্রই পার্ক সার্কাস চার নম্বর সেতুর কাছে ওই প্রকল্পের আটকে থাকা কাজ শুরু হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার এ কথা জানিয়ে বলেন, ‘‘পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস পর্যন্ত উড়ালপুলটি পুজোর আগেই চালু হয়ে যাবে।’’

বাম আমলে, ২০১০-এর ডিসেম্বরে জেএনএনইউআরএম প্রকল্পে উড়ালপুল তৈরি শুরু হয়। ৭ কিমি লম্বা এই উড়ালপুল তৈরিতে খরচ হবে ৪৫৭ কোটি টাকা। কাজ শুরুর সময়ে খরচ ধরা হয়েছিল ৩১৭ কোটি। তার ৩৩ শতাংশ দেওয়ার কথা ছিল কেন্দ্রের। কিন্তু দুই কিস্তির পরেই টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। এ দিন পুরমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার নিজেদের খরচেই উড়ালপুলের বাকি অংশ তৈরি করছে।

তবে কাজ পুরো শেষ করতে আরও কয়েক মাস লাগবে বলে মেনে নিয়েছেন তদারককারী সংস্থা কেএমডিএ-র কর্তারা। তাঁদের মতে, মূল উড়ালপুলের একাংশ পুজোর আগে চালু করা গেলেও আনুষঙ্গিক কিছু কাজ করতে সময় লাগবে। বিধানসভা নির্বাচনের আগে সেগুলি শেষ করার চেষ্টা হচ্ছে।

পুরমন্ত্রী জানান, প্রথমে উড়ালপুলের নকশায় গলদ ছিল। চার নম্বর সেতুর কাছে নকশা বদল করতে হয়েছে। ফলে নতুন করে একটি নির্মাণ সংস্থাকে নিয়োগ করতে হয়েছে। তারাও সময় মতো কাজটি করতে পারেনি। কারণ, প্রায় আট মাস রেলের থেকে অনুমতি পাওয়া যায়নি। সম্প্রতি রেল তাদের ছাড়পত্র দিয়েছে। ১৫ জুলাই থেকে বাকি কাজ শুরু হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE