মোমিনপুরে আবাসনে জ্বলছে আগুন। নিজস্ব চিত্র।
আবাসনের একটি ফ্ল্যাটে অন্দরসজ্জার কাজ চলছিল। হঠাৎই সেখানে কোনও ভাবে আগুন লেগে যায়। বুধবার সন্ধ্যায়, মোমিনপুরে কাটাপুকুর মর্গের কাছে এই ঘটনা ঘটে। আগুন লাগার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও অবশ্য কেউ হতাহত হননি। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রের খবর, এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই বহুতলের ন’তলায় আগুন লাগে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই আগুন আয়ত্বে নিয়ে আসেন দমকলকর্মীরা। এলাকাবাসীদের দাবি, ওই আবাসনে আধুনিক মানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। ছিল পর্যাপ্ত জলের ব্যবস্থাও। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
পুলিশ জানায়, এ দিন ওই আবাসনের ন’তলায় একটি ফ্ল্যাটের কাজ চলছিল। ফ্ল্যাটের বাসিন্দারা সেসময়ে সেখানে ছিলেন না। পুলিশের অনুমান, ওই ফ্ল্যাটটিতে ঝালাইয়ের কাজ চলছিল। সে সময়েই কোনও ভাবে আগুন লাগে। ধোঁয়া বেরোতে দেখে প্রথমেই আতঙ্কে আবাসনের বাসিন্দারা নীচে নেমে আসেন। খবর পেয়ে দমকলের সঙ্গে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ এবং তাঁদের বিপর্যয় মোকাবিলা দলও।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
মহম্মদ ইমতিয়াজ খান নামে স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, তাঁর আত্মীয়েরা ওই আবাসনে থাকেন। এ দিন আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে চলে আসেন। ওই আবাসনের ১০ তলায় একটি ফ্ল্যাটে এক বৃদ্ধ ছিলেন। বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা তাঁকে উদ্ধার করে নীচে নামিয়ে আনেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy