Advertisement
০৮ নভেম্বর ২০২৪

বর্ষবরণের রাতে গ্রেফতার ‘মত্ত’ পুলিশ

সোমবার মধ্যরাত। নতুন বছর উদ্‌যাপনের জন্য বড় রাস্তা জুড়ে তখন মানুষের ঢল। অতি গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ে দু’দল পুলিশকর্মীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা। মাঝেমধ্যে শোনা যাচ্ছে হাততালির আওয়াজও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০১:১৪
Share: Save:

সোমবার মধ্যরাত। নতুন বছর উদ্‌যাপনের জন্য বড় রাস্তা জুড়ে তখন মানুষের ঢল। অতি গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়ে দু’দল পুলিশকর্মীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা। মাঝেমধ্যে শোনা যাচ্ছে হাততালির আওয়াজও।

মাঝরাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড় করানো তিনটি মোটরবাইক। তিন পুলিশকর্মীকে সামলাতে তখন রীতিমতো হিমশিম খাচ্ছেন আর একদল পুলিশকর্মী। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে তাঁদের গ্রেফতার করে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থল ব্যারাকপুরের চিড়িয়ামোড়। অভিযোগ, ওই পুলিশকর্মীরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন।

পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষার পরে মঙ্গলবার সকালে ব্যক্তিগত জামিনে অভিযুক্ত তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক জন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) ইনস্পেক্টর। বাকি দু’জন কনস্টেবল। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (‌জোন ১) কে কান্নন বলেন, ‘‘পরিস্থিতি সামলাতেই ওই তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।’’ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ দত্ত, বিদেশ ঘোষ এবং অরিন্দম দে। বিশ্বজিৎ আইবি-র ইনস্পেক্টর। বিদেশ এবং অরিন্দম ব্যারাকপুর লা়টবাগানের দু’টি ব্যাটালিয়নের কনস্টেবল।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বহু মানুষ বর্ষবরণ উৎসবে যোগ দিতে রাস্তায় নেমেছিলেন। অনেকে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। বিভিন্ন রেস্তরাঁ-পানশালা থেকেও ফিরছিলেন অনেক মানুষ। সে সময়েই চিড়িয়ামোড়ে বি টি রোডের উপরে শুরু হয় গোলমাল।

পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে টিটাগড় থানার একটি দল ঘটনাস্থলে যায়। তাঁরা গিয়ে দেখেন, বি টি রোডের উপরে তিনটি মোটরবাইক দাঁড় করিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে আটকে পড়েছে বহু গাড়ি। রাস্তাতেই তিন পুলিশকর্মী বেসামাল অবস্থায় চিৎকার করছেন। রাস্তা বন্ধ হওয়ায় অনেকেই প্রতিবাদ করেন। কিন্তু অভিযোগ, ওই তিন জন নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে প্রতিবাদীদের হুমকি দেন।

পুলিশ সূত্রের খবর, তারা ঘটনাস্থলে পৌঁছনোর পরেও প্রথমে বাগে আনা যায়নি তিন পুলিশকর্মীকে। বারবার রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললেও তাঁরা সরেননি। উল্টে থানার পুলিশকর্মীদের পাল্টা হুমকি দেন। তাঁদের কত ক্ষমতা, তা বারবার বলতে থাকেন। রাস্তার উপরেই বচসা শুরু হয়ে যায় দু’পক্ষে। টিটাগড় থানার পুলিশকর্মীরা কোনও ভাবেই তিন জনকে রাস্তা থেকে সরাতে পারেননি। গোলমালের জেরে রাস্তায় ভিড় জমে যায়।

শেষমেশ অভিযুক্ত তিন জনকে বাগে আনতে না পেরে ফের খবর যায় টিটাগড় থানায়। সেখান থেকে বিশাল বাহিনী আসে। প্রথমে তারাও ওই পুলিশকর্মীদের সরাতে পারেননি। পুলিশে-পুলিশে ঝামেলা দেখে জনতা হাততালি দিতে শুরু করে। শেষ পর্যন্ত ওই তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

অন্য বিষয়গুলি:

Esplanade Kolkata Police Drunk Driving
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE