রাজীব কুমার।
শহরের সেতু, উড়ালপুলে কোনও ফাটল নজরে এলেই তৎক্ষণাৎ পুলিশকে সতর্ক হতে হবে। জানাতে হবে সংশ্লিষ্ট সরকারি দফতরে। লালবাজার সূত্রের খবর, বৃহস্পতিবার ক্রাইম বৈঠকের শুরুতেই বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার।লালবাজার সূত্রের খবর, শহরের বিভিন্ন থানার খুনের ঘটনাগুলির তদন্ত কী অবস্থায় রয়েছে সে বিষয়ে ওসিদের কাছে জানতে চান সিপি।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এক ব্যক্তি খুন হন। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনায় কড়েয়ার তিন যুবক যুক্ত। এর পরেই কেস ডায়েরি বিষ্ণুপুর থানা থেকে কড়েয়া থানায় স্থানান্তরিত করা হয়। সিপি এ দিন সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি শহরের প্রতিটি খুনের ঘটনায় তদন্তে অগ্রগতি আনতে সিসি ক্যামেরার উপরে গুরুত্ব দিতে বলেন। কোনও সেতুর স্বাস্থ্য পরীক্ষায় যদি ত্রুটি ধরা পড়ে, তা হলে তার নীচে বসবাসকারীদের অবিলম্বে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন সিপি।
প্রসঙ্গত, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা প্রবল যানজটের কবলে পড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। এক ওসি-র কথায়, ‘‘সিপি বলেছেন, কোনও নাগরিক যান-নিয়ন্ত্রণে পরামর্শ দিতে এলে পুলিশকে মনোযোগ দিয়ে শুনতে। পুলিশ যদি মনে করে সেই পরামর্শ শহরের স্বার্থে কাজে লাগবে, তা হলে তা বাস্তবায়নেরও নির্দেশ দিয়েছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy