নিখোঁজ ক্লাস এইটের ছাত্র জিৎ মাহাতো। —নিজস্ব চিত্র।
রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল ক্লাস এইটের এক ছাত্র। রবিবার রাখির দিন সন্ধ্যায় মুকুন্দপুরের জিৎ মাহাতোর টিউশন নিতে গিয়ে নিঁখোজ হয়ে যাওয়ার ঘটনায় আরও রহস্য বাড়িয়েছে একটি মোবাইল। আর তাই পরিবার বা পুলিশ কেউ এই নিঁখোজ রহস্যের সঙ্গে সাম্প্রতিক মোমো গেমের যোগ উড়িয়ে দিতে পারছেন না।
মুকুন্দপুর সি ব্লকের বাসিন্দা ব্যবসায়ী জয়ন্ত মাহাতোর এক ছেলে ও এক মেয়ে। তিনি বলেন, রাখির দিন বাড়িতে অনেকে এসেছিল। সন্ধ্যাবেলায় টিউশন নিতে যায় জিৎ। বাইপাসের ধারে একটি নামী বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। তাদের বাড়ি থেকে ওই শিক্ষকের বাড়ির দূরত্ব কয়েক মিনিটের।
রাতে টিউশন থেকে না ফেরায় সেই শিক্ষকের কাছে খোঁজ নিতে গিয়ে জয়ন্ত জানতে পারেন, জিৎ আদৌ সে দিন পড়তে যায়নি। তারপর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কোথাও জিতের হদিশ পাওয়া যায়নি। এরপরেই পূর্ব যাদবপুর থানাতে নিখোঁজের অভিযোগ জানায় পরিবার।
আরও পড়ুন
সুরেন্দ্রনাথে টিএমসিপি-র হাতে বেধড়ক মার খেলেন যাদবপুর-প্রেসিডেন্সির পড়ুয়ারা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিতের পরিবার দাবি করেছে তার কাছে কোনও মোবাইল ছিল না। কিন্ত শনিবার রাতে জিতের দিদি তার কাছে একটি মোবাইল ফোন দেখতে পায়। সেই মোবাইলটি সে কোথায় কীভাবে পেয়েছে তা বলেনি কাউকে। তবে সেই মোবাইলটি জিতের বাবা নিজের কাছে রেখে দিয়েছিলেন।
আরও পড়ুন
জেল থেকেই ‘গেঁদু’র তোলাবাজি! না দেওয়ায় লেকটাউনে তাণ্ডব চালাল শাগরেদরা
রবিবার পড়তে যাওয়ার সময় তার কাছে কোনও মোবাইল ছিল না। এই মোবাইলটি নিয়েই গোটা ঘটনায় রহস্য বেড়েছে। পুলিশ একদিকে ওই এলাকার রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। অন্যদিকে, তাঁরা মোবাইলের সিম কার্ডের সূত্র ধরে তার মালিকের পরিচয় জানার চেষ্টা করছে। এক তদন্তকারী বলেন, মোবাইলের মালিকের হদিশ পাওয়া গেলে স্পষ্ট হবে, ওই মোবাইলের সঙ্গে ছেলেটির নিখোঁজ হওয়ার কোনও সম্পর্ক আছে কী না? পুলিশ এই মুহুর্তে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে পারছে না।
(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy