Advertisement
০৯ নভেম্বর ২০২৪

দ্রুত শেষ হোক দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক: মুখ্যমন্ত্রী

দক্ষিনেশ্বর মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৯
Share: Save:

দক্ষিনেশ্বর মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং বেলুড় মঠের সন্ন্যাসী, দক্ষিনেশ্বর মন্দিরের অছি পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন,ওই এলাকায় রাস্তার পাসে বসা হকারদের পুনর্বাসন দেওয়া হবে। ১৮ মাসের মধ্যে স্কাইওয়াক তৈরির কাজ শেষ করতে হবে।

এ দিনের বৈঠকের পর নবান্নের প্রেস কর্নারে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন দক্ষিনেশ্বরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরি এবং বেলুড় মঠের প্রবীন সন্নাসী সঞ্জীব মহারাজ। কুশলবাবু বলেন, ‘‘মন্দিরে যাওয়ার রাস্তায় জমি জরিপ এবং মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মন্দিরের বর্তমান রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। পাশের একটি রাস্তা দিয়ে দর্শনার্থীরা মন্দিরে যাবেন। রাস্তার উপর যে সমস্ত দোকান রয়েছে সেগুলি স্থায়ী এবং অস্থায়ী ভাবে পুনর্বাসন করা হবে। বছরে দেড় কোটি মানুষ মন্দিরে আসেন। রাস্তা চওড়া হবে, এসক্যালেটার বসানো হবে। যাতায়াতের সুবিধার জন্যই এটা করা হচ্ছে। স্কাইওয়াক করতে ৬০ কোটি টাকার বেশি খরচ হবে।’’ বেলুড় মঠের সন্নাসী সঞ্জীব মহারাজ বলেন, ‘‘আমরা এই কাজের জন্য জনগণের সহযোগিতা চাইছি। মিডিয়াও আমাদের সেই ভাবে সহযোগিতা করুক।’’ এদিনের বৈঠকে প্রস্তাবিত স্কাইওয়াকের নকশা-সহ একটি পুস্তিকা পুরমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখান।

অন্য বিষয়গুলি:

sktwalk dakshineswar skywalk mamata skywalk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE