Advertisement
০৩ নভেম্বর ২০২৪

প্রতারণার ফাঁদে প্রাক্তন বিচারপতি

ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে খোদ প্রাক্তন বিচারপতির টাকা হাতানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার সল্টলেক সাইবার থানায় এমন অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, সল্টলেকের বাসিন্দা প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:৫৯
Share: Save:

ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে খোদ প্রাক্তন বিচারপতির টাকা হাতানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার সল্টলেক সাইবার থানায় এমন অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, সল্টলেকের বাসিন্দা প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। প্রথমে তিনি সাড়া না দিলেও পরে সেই ভুয়ো প্রতিনিধি তাঁর বিশ্বাস অর্জন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জেনে নেয়। এর পরে প্রায় ১১ হাজার টাকা অনলাইনে হাতায়। এক পুলিশকর্তা জানান, সাইবার অপরাধীরা যে ভাবে ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, তাতে অনেকেই এমন বিপদে পড়ছেন।

অন্য বিষয়গুলি:

bank fraud ex justice victim cheater
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE