মহানগরের অন্যতম জনবহুল এলাকা বেহালা। অবস্থানগত গুরুত্বও কম নয়। অথচ সেখানেই দু’কিলোমিটার রাস্তায় পুলিশের কোনও সিসি ক্যামেরার নজরদারি নেই। পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু সংক্রান্ত মামলায় এই ঘটনা কলকাতা হাই কোর্টের নজরে এসেছে। সোমবার মামলার শুনানিতে এই তথ্য জানার পরে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন হাই কোর্টের বিচারপতি। ওই এলাকায় কেন সিসি ক্যামেরা বসানো হয়নি, সেই তথ্য লালবাজারের কাছে চেয়েছেন তিনি। তাঁর নির্দেশ, আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন কলকাতা পুলিশের যুগ্ম-নগরপাল (অপরাধ দমন) এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেবেন।
এ দিন বিচারপতির পর্যবেক্ষণ, বেহালা বহু বছর আগে কলকাতা পুলিশের আওতায় এসেছে। এত দিন পরেও কেন সেখানে সিসি ক্যামেরা বসানো হয়নি? প্রসঙ্গত, ২০১১ সালে পালাবদলের পরেই বেহালা-সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকা কলকাতা পুলিশের আওতাভুক্ত হয়েছিল।
আদালতের খবর, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি গভীর রাতে বেহালার ডায়মন্ড হারবার রোডে এসবিআই-এর কাছে একটি পথ দুর্ঘটনার মৃত্যু হয় এক ব্যক্তির। আদালতে মামলা দায়ের করে মৃতের ছেলে জানিয়েছেন, দুর্ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ করলেও যথাযথ তদন্ত হয়নি। যে গাড়ির ধাক্কায় তাঁর বাবার মৃত্যু হয়েছিল, সেটির চালকের খোঁজ পায়নি পুলিশ। গাড়িটিও চিহ্নিত করতে পারেনি। এ দিন রাজ্যের কৌঁসুলি কোর্টে জানান, পুলিশ তদন্ত করেছিল। তবে ওই এলাকার দু’কিলোমিটার রাস্তায় কোনও সিসি ক্যামেরা নেই। তাই সিসি ক্যামেরার ছবি পুলিশের হাতে আসেনি। কাছে থাকা ব্যাঙ্কের এটিএমের সিসি ক্যামেরাতেও ঘটনার কোনও ছবি ধরা পড়েনি। রাজ্যের এই বক্তব্য শুনেই বিস্ময় প্রকাশ করে রিপোর্ট তলব করেন বিচারপতি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)