ঘাতক বাস। নিজস্ব চিত্র।
ভাইফোঁটার দিন সকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস স্কুটারকে ধাক্কা দেয়। স্কুটার আরোহী রাস্তায় পড়ে গেলে তাঁকে পিষে দেয় ওই বেসরকারি বাস। সকাল নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ওই স্কুটার আরোহীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন এবং ট্রাফিক গার্ডের কর্মীরা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনা ঘটা মাত্রই বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের ওই চলন্ত বাসটি থেকে লাফিয়ে পালান বাসটির চালক। ওই অবস্থায় বাসটি এগোতে শুরু করে। উড়ালপুলের ঢাল বেয়ে বেশ কিছুটা এগিয়ে যায় বাসটি। গতিও বাড়তে থাকে। এই ঘটনায় বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। আতঙ্কে বাসের যাত্রীরা চিৎকার শুরু করেন। শেষ পর্যন্ত বাসের এক যাত্রী সেটিকে থামান। ফলে কোনওক্রমে রেহাই পান যাত্রীরা। পরে কন্ডাক্টরকেও ধরে ফেলেন বাসের যাত্রীরা। তাঁকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশ।
ঘাতক বাসটির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। তাঁদের আঘাত লাগলেও তা গুরুতর নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy