Advertisement
০৪ নভেম্বর ২০২৪

তাল কুড়িয়ে ‘প্রহৃত’ বালক

প্রতিবেশী কাকু বারবার বারণ করলেও কথা শোনেনি আট বছরের ছেলেটি। তাই তাল কুড়োনোর ‘অপরাধ’-এ তাকে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ওই পড়শির বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:১১
Share: Save:

প্রতিবেশী কাকু বারবার বারণ করলেও কথা শোনেনি আট বছরের ছেলেটি। তাই তাল কুড়োনোর ‘অপরাধ’-এ তাকে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ওই পড়শির বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার ঠাকুরানীচক এলাকায়।

পুলিশ জানায়, ওই বালকের মা সুস্মিতা যাদবের লিখিত অভিযোগের ভিত্তিতেই এ দিন দুপুরে শ্যামল নন্দী নামে ওই প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। শুভজিৎ যাদব নামের ওই বালককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। সে তৃতীয় শ্রেণির ছাত্র। এ দিন সকালে আর এক বালকের সঙ্গে কিছুটা দূরে শ্যামলবাবুর বা়ড়ি লাগোয়া ফাঁকা জমিতে গিয়েছিল সে। শুভজিৎ জানায়, গাছের নীচ থেকে তিনটি তাল কুড়িয়ে পাঁচিল টপকে বেরোনোর সময়েই দেখে ফেলেন শ্যামলবাবু। তিনি তাড়া করতে সঙ্গী পালিয়ে গেলেও পালাতে পারেনি শুভজিত। অভিযোগ, প্রথমে চড় মারার পরে পেয়ারা গাছের ভাঙা একটা ডাল দিয়ে শুভজিতকে মারতে শুরু করেন শ্যামলবাবু। গ্রেফতারের পরে শ্যামলবাবু বলেন, ‘‘ছেলেটাকে খুবই ভালবাসি। কিন্তু কোনও কথা শোনে না। ওঁদের অত্যাচারে নিজের বাড়ির গাছও কেটে ফেলেছি। তবে আজ শাসনটা একটু বেশি করে ফেলেছি।’’

অন্য বিষয়গুলি:

Boy Lynched neighbour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE