Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bombs

‘কটূক্তি’র প্রতিবাদ করায় বোমা, গুলি নিয়ে তাণ্ডব

এক মহিলাকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন স্থানীয় লোকজন। যার জেরে এলাকায় ঢুকে গুলি চালিয়ে, বোমা মেরে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২০
Share: Save:

এক মহিলাকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন স্থানীয় লোকজন। যার জেরে এলাকায় ঢুকে গুলি চালিয়ে, বোমা মেরে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লিলুয়ার চকপাড়ায়। পুলিশ সূত্রের খবর, ওই রাতে শীতলার স্নানযাত্রা উপলক্ষে চকপাড়ায় খিচুড়ি ভোগের আয়োজন করেছিলেন বাসিন্দারা। সেই সময়ে চার স্থানীয় দুষ্কৃতী রিভলভার ও বোমা নিয়ে হামলা চালায়। প্রথমে এলাকার এক বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। গোলমাল শুনে স্থানীয়েরা এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করে আরও দু’রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এর পরে জনতার তাড়া খেয়ে পালানোর সময়ে বোমাবাজি শুরু করে। বাসিন্দাদের অভিযোগ, অন্তত চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তবে কেউ হতাহত হননি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। শীতলার স্নানযাত্রা উপলক্ষে গত কয়েক দিন ধরে সালকিয়া, লিলুয়া-সহ বিভিন্ন জায়গায় উৎসব চলছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে উৎসব চলাকালীন চার যুবক মত্ত অবস্থায় এসে এলাকার মহিলাদের গালিগালাজ করে। বাসিন্দারা প্রতিবাদ করলে তখনকার মতো তারা চলে যায়। অভিযোগ, বুধবার সকালে ওই যুবকেরাই ফের পাড়ার এক মহিলাকে কটূক্তি করে। আবারও প্রতিবাদ করেন বাসিন্দারা। তখনকার মতো ওই যুবকেরা ফিরে গেলেও রাত সাড়ে ১১টা নাগাদ খিচুড়ি ভোজের আসরে সশস্ত্র অবস্থায়
হামলা চালায়।

যে মহিলাকে তারা সকালে কটূক্তি করেছিল,
তাঁর স্বামীর মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি মাথা নামিয়ে নেওয়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনার পরে হাওড়া সিটি পুলিশের এসিপি (উত্তর) আব্দুল গফ্ফরের নেতৃত্বে বিশাল
পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিস্থিতি থমথমে।
রাস্তায় লোকজন প্রায় নেই। এলাকায় বসেছে পুলিশ পিকেট। ওই মহিলার আক্রান্ত স্বামী বলেন, ‘‘দীর্ঘদিন ধরে পাড়ার একটি চায়ের দোকানে মদের ঠেক চালাচ্ছিল ওই
দুষ্কৃতীরা। ইভটিজ়িং থেকে শুরু করে অপরাধমূলক কাজকর্ম— সবই হত সেখানে। পুলিশকে এর আগেও জানিয়েছি আমরা। কিন্তু কোনও ফল যে হয়নি, বুধবার রাতের ঘটনাই তার প্রমাণ।’’

এসিপি (উত্তর) বলেন, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্থানীয়
কয়েক জন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। তবে গুলি করে খুনের চেষ্টা, গুলি চালানো বা বোমাবাজি হয়েছে কি না, তা আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে। এলাকায় পুলিশ মোতায়েন
করা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Bombs woman insult
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy