জেসপ-কর্তা পবন রুইয়ার বিরুদ্ধে সিআইডি-র গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে সাড়া দিল না আদালত।
সোমবার ব্যারাকপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (এসিজেএম) কাছে সিআইডি-র তদন্তকারীরা আবেদন করেন, জেসপে আগুন ও চুরির তদন্তে পবন রুইয়াকে চার বার ডাকা হলেও তিনি সাড়া দেননি। এ ছাড়াও তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুক আদালত। মঙ্গলবার বিচারক ময়ূখ মুখোপাধ্যায় ওই আবেদন খারিজ করে দেন। সিআইডি সূত্রে খবর, জেসপ নিয়ে পবন রুইয়ার দায়ের করা একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকায় এ দিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন খারিজ করে দিয়েছে।
জেসপে আগুন ও চুরির ঘটনায় পুলিশ, দমকল পবন রুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তে নেমে পবনকে জেরার জন্য চার বার ভবানী ভবনে ডেকে পাঠান তদন্তকারীরা। তাঁর নামে এফআইআর দায়ের করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন পবন। আদালত ওই আবেদনের উপর কোনও স্থগিতাদেশ না দিলেও তদন্তকারীদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দেয় পবনকে।
সিআইডি সূত্রে খবর, আবেদন খারিজের পরে তদন্তকারীরা বৈঠকে ঠিক করেছেন তদন্তে পবনের অসহযোগিতার কথা হাইকোর্টকে জানানো হবে। অন্য দিকে তদন্তকারীদের দাবি, ওয়াগন তৈরির জন্য রেলের তরফে ৫০ কোটি টাকার লোহা ও ইস্পাত দেওয়া হয় জেসপকে। গোয়েন্দাদের সঙ্গে রেলের একটি দল শুক্রবার জেসপ কারখানা পরির্দশনের করে। সিআইডি-র দাবি, রেলের তরফে জানানো হয়েছে তাদের কাছ থেকে পাওয়া মালের অর্ধেক এখন কারখানার ভিতরে নেই। রেলের দাবি, ওই সময়ে কোনও কোচ বা ওয়াগন জেসপ তাদের সরবরাহ করেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy