Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Graduation

Graduation: আসনের তুলনায় বহু গুণ বেশি আবেদন স্নাতকে

একই ছবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে। বহু কলেজেই আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি।

সব কলেজেই প্রায় এক ছবি

সব কলেজেই প্রায় এক ছবি ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ০৭:৪৮
Share: Save:

রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে চলতি বছর স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সংখ্যা প্রচুর। শুক্রবার ছিল ওই ভর্তির আবেদনের শেষ দিন। অভিজ্ঞ মহলের মতে, এ বার উচ্চ মাধ্যমিক-সহ অন্যান্য বোর্ডের পরীক্ষায় বিপুল সংখ্যক পড়ুয়া পাশ করেছেন। এর সঙ্গে ভর্তির আবেদন এখন বিনামূল্যে করা যায়। পাশাপাশি, উচ্চ মাধ্যমিকে সংশোধিত ফল প্রকাশের কারণে একাধিক বার একই বিষয়ে আবেদন করেছেন, এমনও বহু পড়ুয়া আছেন।

চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি। এখানে স্নাতক স্তরে বিজ্ঞান শাখায় আসন সংখ্যা ৩৩৪। অথচ সেখানে আবেদন জমা পড়েছে ৩২,৬০১টি। পদার্থবিদ্যায় ৮১টি আসনে আবেদনকারীর সংখ্যা আবার ৯,৪০৫। রসায়নে ৭২টি আসনে আবেদনকারীর সংখ্যা ৮,৭১৫। গণিতে ১১০টি আসনের জন্য আবেদন করেছেন ৭,৮৫৫ জন। কলা বিভাগে সব মিলিয়ে আসন সংখ্যা ৬৪২। আবেদন জমা পড়েছে ২১,৫৫৩টি! সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি এবং ইতিহাসে। এই তিন বিষয়েই আসন সংখ্যা ৭২টি করে। রাষ্ট্রবিজ্ঞানে আবেদনের সংখ্যা ৪৪৪৭, ইংরেজির ক্ষেত্রে ৪১২২ এবং ইতিহাসে ৩৮৩৪।

যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস শনিবার বলেন, ‘‘যাদবপুরে পড়ার আগ্রহ ছাত্রছাত্রীদের মধ্যে বরাবরই বেশি। এ বার প্রচুর পড়ুয়া পাশ করেছেন। এর সঙ্গে যে হেতু বিনামূল্যে আবেদন করা যায়, তাই অনেকেই আবেদন করেছেন।’’

প্রথমে আবেদনের শেষ দিন ছিল ২০ অগস্ট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ওই দিন পর্যন্ত প্রায় ৬৪ হাজারের মতো আবেদন জমা পড়েছিল। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৫৬ হাজার। পরে ২৭ অগস্ট পর্যন্ত আবেদনের দিন বাড়ানোয় এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর।

একই ছবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে। বহু কলেজেই আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। এমন একাধিক কলেজ আছে, যেখানে ৫০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ওই কলেজগুলির মধ্যে শুধু লেডি ব্রেবোর্ন কলেজেই জমা পড়েছে ৩২ হাজারেরও বেশি ভর্তির আবেদন। সেখানে আসন সংখ্যা ৬০০ বলে জানালেন অধ্যক্ষা শিউলি সরকার। মৌলানা আজাদ কলেজে আসন সংখ্যা ১০৩২। অধ্যক্ষ শুভাশিস দত্ত জানালেন, স্নাতকে ভর্তির আবেদন জমা পড়েছে সাড়ে ৪১ হাজার।

শিউলিদেবী এবং শুভাশিসবাবু দু’জনেরই মত, সব বোর্ডেই তুলনামূলক ভাল ফল এর অন্যতম কারণ। এর সঙ্গে ভর্তির জন্য কোনও আবেদন ফি না থাকায় পড়ুয়ারা একাধিক বিষয়ে একাধিক কলেজে আবেদন করেছেন।

অন্য বিষয়গুলি:

Graduation Calcutta University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy