আহত অজয় সাউ। নিজস্ব চিত্র
অনলাইনে বুকিং না থাকায় যেতে চাননি অ্যাপ নিয়ন্ত্রিত মোটরবাইকের চালক। তার জেরে ওই চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার লিলুয়ার সি রোডে। নিরাপত্তার দাবিতে যখন অ্যাপ-ক্যাব চালকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন, তখন রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত মোটরবাইক চালকের নাম অজয় সাউ (২৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, রবিবার রাতে এলাকার বেশ কয়েক জন যুবক তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। মারের চোটে তাঁর বাঁ চোখ মারাত্মক ভাবে জখম হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এক ব্যক্তি অজয়কে বিনা বুকিংয়ে মোটরবাইক নিয়ে একটি জায়গায় যাওয়ার জন্য বলেন। কিন্তু অজয় বিনা বুকিংয়ে যেতে চাননি। পরে রাত প্রায় ১০টা নাগাদ অজয় বাড়ি ফিরে আসার পরে এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। অভিযোগ, সেই সময়ে প্রায় ২০-৩০ জন দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়। কেন তিনি বুকিং ছাড়া যেতে চাননি, এই প্রশ্ন তুলে লাঠি, পাইপ ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে চোখ, নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে অজয়ের। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপুরে হাসপাতালে দাঁড়িয়ে আক্রান্ত যুবকের মা সুনয়না সাউ বলেন, ‘‘পাড়ার একটি ছেলে এসে খবর দেয়, অজয়কে কয়েক জন মিলে মারছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সেখানে কেউ নেই। পরে জানতে পারি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা আমার ছেলেকে এ ভাবে মেরেছে তাদের গ্রেফতারের দাবি জানচ্ছি।’’ সোমবার রাত পর্যন্ত এই ঘটনার কেউ গ্রেফতার হয়নি।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy