বিশেষ শিশুদের সঙ্গে শ্রীমতী বীণা নরবনে।—নিজস্ব চিত্র।
সেনাবাহিনীর হাত ধরে মিশে গেল দুই বাংলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। ভারত ও বাংলাদেশের সামরিক কূটনৈতিক বন্ধুত্ব নতুন নয়। এবার তাতে শামিল বিশেষ শিশুরাও।
সেনা জানিয়েছে, বাংলাদেশের সেনার হাত ধরে ও-পার বাংলার প্রয়াস নামে একটি সংগঠনের পাঁচ জন বিশেষ শিশু এবং তাদের পাঁচ জন শিক্ষক কলকাতায় এসেছিলেন। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সৌজন্যে তারা এ-পার বাংলার আশা নামে একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে এক অনুষ্ঠানে আলাপচারিতায় মেতে ওঠে।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা অফিসারদের স্ত্রীদের সংগঠনের পূর্বাঞ্চলীয় প্রেসিডেন্ট শ্রীমতি বীণা নরবনে। তিনি ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেনাটান্ট জেনারেল মনোজ মুকুন্ড নরবনের স্ত্রী। আশা নামে স্কুলটি ১৯৯১ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের বিশেষ শিশুদের পড়াশোনা করায়।
অনুষ্ঠানে দুই বাংলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।—নিজস্ব চিত্র।
আরও পড়ুন: ভয়ঙ্কর গুজব ছড়ানো হচ্ছে রাজ্যের কিছু জায়গায়, সতর্ক থাকুন, এ সবই মিথ্যে
সেনা জানিয়েছে, ও-পার বাংলার বিশেষ শিশুরা কলকাতায় ইনস্টিটিউট অব সেরিব্রাল পলসি-সহ কয়েকটি প্রতিষ্ঠানে যাবে। তাদের চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ঘুরিয়ে দেখানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy