ফাইল চিত্র।
মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। এ বার শিরোনামে খোদ পুলিশের গাড়ি। ঘটনাটি বুধবার বিকেলের। পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এক লেন থেকে অন্য লেনে চলে যায়। ঘটনায় আহত হয়েছেন তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল উত্তর ২৪ পরগনার বারাসতের দোলতলা পুলিশ লাইনের একটি ভ্যান। গাড়িটির গতিবেগ ছিল খুবই বেশি। তপসিয়া কোহিনূর মার্কেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, গতিবেগ সামলাতে না পেরে পিছনে থাকা দু’টি গাড়ি ধাক্কা মারে পুলিশ ভ্যানে। পরপর গাড়ির ধাক্কায় পুলিশ ভ্যানটি ডান দিকে ঘুরে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে চলে যায়। পুলিশ জানিয়েছে, ওই দিকের লেনে চলে যাওয়ায় পুলিশ ভ্যানটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা তিন পুলিশকর্মী।
পুলিশ ভ্যানটির পিছনে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন কসবার বাসিন্দা অমিত গুপ্ত। তিনি বলেন, ‘‘তখন সবে বৃষ্টি থেমেছে। আমাদের গাড়ির সামনে পুলিশ ভ্যানটি দ্রুত বেগে ছুটতে ছুটতে হঠাৎ বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’’
পুলিশ ভ্যানটিকে আটক করেছে তপসিয়া থানার পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে চালকের বিরুদ্ধে। কিন্তু বেপরোয়া গাড়ি চালানোর দায়ে পুলিশের গাড়ির চালক গ্রেফতার হবেন না কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে। তপসিয়া থানার এক আধিকারিক বলেন, ‘‘কেউ হতাহত হননি। তাই এখনই গ্রেফতার করা হচ্ছে না তাঁকে।’’ এই দুর্ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা উড়ালপুলে যানজট হয়।
পরিসংখ্যান বলছে, মা উড়ালপুলে অতীতে দু’বার পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের ১৮ মে পুলিশের গাড়ি নিয়ম ভেঙে বাইপাসের দিক থেকে ঘুরে উড়ালপুলে উঠতে গেলে দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। সে বছরেই ১৮ জুন উড়ালপুলের উত্তরমুখী রাস্তায় ওঠার সময়ে দুর্ঘটনায় পড়ে বিধাননগরের পুলিশ আধিকারিকের গাড়ি।
পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের অক্টোবরে মা উড়ালপুল উদ্বোধন হওয়ার পরে প্রতি মাসেই দুর্ঘটনা ঘটেছে। কখনও হেলমেটহীন মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারছেন, কখনও বা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার ঘটনা ঘটছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy