প্রতীকী ছবি।
বেআইনি ভাবে পার্কিং করে রাখা অ্যাপ ক্যাব সরাতে গিয়ে চালকদের হাতে এক ট্র্যাফিক সার্জেন্ট নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠল। সোমবার, তিলজলা থানা এলাকার বাইপাসের ধারে পঞ্চান্নগ্রামের ঘটনা।
অভিযোগ, ব্যস্ত সময়ে রাস্তার পাশে সার দিয়ে বেআইনি ভাবে অ্যাপ ক্যাব পার্কিং করা রয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছন তিলজলা ট্র্যাফিক গার্ডে কর্মরত সার্জেন্ট
দেবাংশু চট্টোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, সোমবার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে পরিষ্কার করছিলেন পাঁচ জন চালক। সেখানে পৌঁছে প্রথমে দু’টি গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেন দেবাংশুবাবু। তৃতীয় গাড়ির নথি দেখতে চাইলে চালক ধর্মেন্দ্র যাদব তা দিতে অস্বীকার করেন এবং বচসা জুড়ে দেন অফিসারের সঙ্গে। পুলিশের দাবি, ধর্মেন্দ্র উল্টে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। অফিসার বাধা দিলে ফোন করে অন্য গাড়ির চালকদের
ডাকেন ধর্মেন্দ্র। অভিযোগ, এর পরেই চার অভিযুক্ত মিলে নিগ্রহ করেন ট্র্যাফিক সার্জেন্টকে।
অফিসারকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিলজলা ট্র্যাফিক গার্ডের অতিরিক্ত ওসি শৌভিক চক্রবর্তী-সহ পুলিশ বাহিনী।
তাঁরা ধর্মেন্দ্রকে আটক করে তিলজলা থানার হাতে তুলে দেন। পরে পুলিশ বাকিদের গ্রেফতার করে। ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত-সহ চার জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম, ধর্মেন্দ্র যাদব, তিলক মিশ্র, সন্তোষকুমার যাদব এবং সঞ্জয় সরকার। ধৃতেরা প্রত্যেকেই অ্যাপ ক্যাবের চালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ এবং বেআইনি। তবুও ওই চালকেরা সেখানে গাড়ি রেখে দিতেন। এর আগেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা
গৃহীত হয়েছে।
লালবাজার সূত্রে খবর, বেপরোয়া গাড়ি রুখতে গিয়ে চালকদের হাতে পুলিশকর্মীদের নিগ্রহের ঘটনা নতুন নয়। তবে সোমবার দিনেদুপুরে এক চালকের ডাকে অন্য চালকরা এসে অফিসারকে নিগ্রহ করছেন এমন ঘটনা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে— বলে জানিয়েছেন ট্র্যাফিকের সঙ্গে যুক্ত কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy