Advertisement
০৩ নভেম্বর ২০২৪

আটক ৫০০ কেজি গাঁজা, ধৃত ৩

রবিবারের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ধৃতদের নাম অভয় কুমার, মহম্মদ নিসার এবং মহম্মদ নাসিম। লরিচালক অভয় হাওড়ার বাসিন্দা। নিসার ও নাসিমের বাড়ি হুগলির মগরায়। নিসার লরির খালাসি, নাসিম মূলত ‘ক্যারিয়ার’-এর কাজ করে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০২:৩৫
Share: Save:

আগে থেকেই খবর ছিল, লরিতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হতে পারে। সেই মতো ইডেন গার্ডেন্সের কাছে ওত পেতে ছিলেন কলকাতা পুলিশের নার্কোটিক্স বিভাগের গোয়েন্দারা। সকাল ১১টা নাগাদ লরিটি ইডেন গার্ডেন্সের কাছে আসতেই সেটি আটকে তল্লাশি চালান তাঁরা। বাজেয়াপ্ত হয় ৫০০ কিলোগ্রাম গাঁজা। আটক হওয়া গাঁজার বাজারদর ৫০ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে।

রবিবারের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ধৃতদের নাম অভয় কুমার, মহম্মদ নিসার এবং মহম্মদ নাসিম। লরিচালক অভয় হাওড়ার বাসিন্দা। নিসার ও নাসিমের বাড়ি হুগলির মগরায়। নিসার লরির খালাসি, নাসিম মূলত ‘ক্যারিয়ার’-এর কাজ করে।

পুলিশ সূত্রের খবর, লরিটি গুয়াহাটি থেকে আসছিল। সেটি যাওয়ার কথা ছিল মগরা বা আশপাশের কোনও জায়গায়। গোয়েন্দারা জানিয়েছেন, এই গাঁজা আসে মূলত মণিপুর থেকে। বাজারে এর চাহিদাও খুব বেশি।প্রাথমিক ভাবে অনুমান, লরিটি কোনও জিনিস নিয়ে মগরা থেকে গুয়াহাটি গিয়েছিল। ফেরার পথে চালক অভয়কে হাত করে নাসিম। প্রসঙ্গত, এর আগেও কলকাতার দক্ষিণ বন্দর থানা এলাকা থেকে প্রায় ৫২০ কেজি গাঁজা পাচার করার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল পাচারকারীরা।

অন্য বিষয়গুলি:

Marijuana Eden gardens
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE