প্রতীকী ছবি।
মাদক দ্রব্য পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। সম্প্রতি হাওড়ায় পুলিশের এক অনুষ্ঠানে এসে এই সতর্কবার্তা দিয়েছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক অধিকর্তা। কিছু দিন পরেই রবিবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে উদ্ধার হল এক বস্তা গাঁজা। ধরা পড়ল তিন পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ধৃতেরা জানিয়েছে, ভিন্ রাজ্য থেকে আনা ওই গাঁজা হাওড়া ও কলকাতার বিভিন্ন জায়গায় সরবরাহ করার কথা ছিল।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশ রুটিনমাফিক গাড়ি তল্লাশি করছিল। ওই সময় নিবড়ার দিক থেকে দ্রুতগতিতে কলকাতার দিকে যাচ্ছিল একটি ব্যক্তিগত গাড়ি। গাড়িটি অতি দ্রুত আসতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। সেটি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০ কেজি গাঁজা ভর্তি একটি বস্তা। এর পরেই গাড়ির চালক-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি। পুলিশ জানায়, ধৃতদের নাম শচীন পাল, মনিরুল ইসলাম এবং মহম্মদ সাজ্জাদ। শচীনের বাড়ি অসমে। মনিরুলের বাড়ি মুর্শিদাবাদে এবং মহম্মদ সাজ্জাদ আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে বাঁকড়ায় থাকে। তিন জনেরই বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে গাঁজা পাচারের মূল মাথা হল সাজ্জাদ। সোমবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy