—ফাইল চিত্র।
অতিমারির নিয়মবিধি লঙ্ঘন কতটা বিপজ্জনক, উৎসবের লাগামছাড়া ভিড়ে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। করোনাভাইরাসের নতুন অবতার ওমিক্রন কতটা ভয়াবহ, এখন পর্যন্ত নিশ্চিত করে সেটা বলতে না-পারলেও চিকিৎসকেরা সাবধান করে দিয়ে বলছেন, বিধি মেনে চলা ছাড়া আর বিশেষ কোনও বর্ম নেই। এ দেশেও ওমিক্রনের আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরভোটের প্রাক্কালে অক্ষরে অক্ষরে কোভিড বিধি মেনে চলার বিকল্প নেই।
রাজ্যে ওমিক্রনের মোকাবিলায় আরটিপিসিআর পরীক্ষা বাড়ানো হচ্ছে বিমানবন্দরে। যদি ওমিক্রনের সন্ধান মেলে, চিকিৎসার জন্য প্রস্তুত আছে বেলেঘাটা আইডি এবং এমআর বাঙুর হাসপাতাল। কিন্তু পুরভোটের প্রচারে বিধি ভাঙার যে-রেওয়াজ দেখা যাচ্ছে, চিকিৎসক শিবির তাতে আতঙ্কিত। তারা জানাচ্ছে, এ-পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর হার দ্রুত। তবে মৃত্যুহার ততটা নয়। এক চিকিৎসক বলেন, ‘‘উচ্ছ্বাসের কিছু নেই। বরং সংযত থাকার কথা বলছি। কারণ আক্রান্ত হলে আপনার অবস্থা হয়তো সঙ্কটজনক হবে না। কিন্তু বাড়ির বয়স্ক মানুষটির বড় ঝুঁকি হতে পারে।’’
চিকিৎসক মহল জানাচ্ছে, দ্বিতীয় ঢেউয়ের পরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের তালিকায় প্রথমে ছিল কলকাতা। এখনও তা-ই আছে। তবে দৈনিক সংক্রমণ যেখানে ২০০-র ঘরে থাকছিল, এখন সেটা ১০০-র ঘরে নেমেছে। চিকিৎসকেরা বলছেন, ‘‘ভিড় থেকে করোনা সংক্রমণ ছড়ায়। এটা সকলকে মনে রাখতে হবে। তেমনি ড্রপলেট থেকে বাঁচতে চাই মাস্ক। পুরভোটে এগুলি মনে রেখে চলতে না-পারলে বিপদ বাড়বে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy