Advertisement
০২ নভেম্বর ২০২৪
Justice Abhijit Gangopadhyay

Abhijit Gangyopadhyay: জ্যাঠামশাই-বিতর্ক! বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, যিনি বলেছেন, টের পাবেন শীঘ্রই

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক আইনজীবী ‘জ্যাঠামশাই’ সম্বোধন করেছেন বলে অভিযোগ ছিল। পাল্টা বিচারপতি তাঁকে আদালতের ‘জ্যাঠামশাই’ বলেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৬:১৯
Share: Save:

কলকাতা হাই কোর্টের বিচারপতি সম্পর্কে আইন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য আইনজীবীর। বৃহস্পতিবার ওই আইনজীবীকে ‘জ্যাঠামশাই’ বলে সম্বোধন করলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, ‘‘যা মন্তব্য করা হচ্ছে, তা ঠিক নয়। ওই ‘জ্যাঠামশায়ের’ পারফরম্যান্স কী, তা সবাই জানে!’’ যদিও বিচারপতি কারও নাম ধরে কোনও মন্তব্য করেননি।

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘যদি কোনও মামলায় আপনাদের মনে হয় আপনাদের বক্তব্যের কোনও অংশ নির্দেশনামায় লিপিবদ্ধ করা হয়নি, তা হলে সেটা আমাকে জানান। আমি সেটা সংশোধন করে দেব।’’ এর পরই তিনি বলেন, ‘‘এক জ্যাঠামশাই আইনজীবী যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন অভিজিৎবাবু এটা করেননি, অভিজিৎবাবু ওটা করেননি। আমি নাকি আইনের এ, বি, সি, ডি বুঝি না!’’ আরও বলেন, ‘‘আদালতের ওই জ্যাঠামশাই কি আইনের এ, বি, সি, ডি জানেন? এত দিনে জ্যাঠামশায়ের পারফরম্যান্স সবাই জানে। আমি আইনের এ টু জেড না-ই জানতে পারি কিন্তু এ, বি, সি, ডি ভাল করেই জানি।’’

বিচারপতির কথায়, ‘‘এটা ঠিক হচ্ছে না! ওই আইনজীবী কে, তা আমি জানি। এমন মন্তব্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে চ্যালেঞ্জ করে। ফলে দু’এক মাসের মধ্যে তিনি টেরও পাবেন। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছি।’’

ঘটনার সূত্রপাত এসএসসি মামলার আগের একটি শুনানি থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন চলাকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ উঠলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘কোনও দিন সুযোগ হলে গাঁধী পরিবারের সম্পত্তির হলফনামাও দেখবেন।’’ ওই মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা তথা আইনজীবী বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন। বিচারপতি আইন জানেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই আইনজীবী।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই পর্যবেক্ষণের কথা শুনে এজলাসে উপস্থিত অনেক আইনজীবীই এর নিন্দা করেন। বর্ষীয়ান এক আইনজীবীকে বলতে শোনা যায়, ‘‘বিচারপতি আইন জানেন কিনা, তা নিয়ে কোনও আইনজীবীরই প্রশ্ন তোলা অনুচিত। তা ছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অনেক দিন বিচারপতি হয়েছেন, এত দিন কিছু বলা হয়নি। কিছু মন্তব্য খারাপ লেগেছে। তাই হয়তো হতাশায় এমন বলেছেন ওই কংগ্রেসপন্থী আইনজীবী।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE