মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। ফাইল চিত্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মঙ্গলবার থেকেই সরব বিজেপি বুধবার রাজ্যপালের কাছে নালিশ জানাল। আর তার পরেই মমতার মন্তব্যকে ‘অসাংবিধানিক’ বলার পাশাপাশি তা প্রত্যাহার করার আর্জি জানিয়ে টুইট করলেন জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, ‘২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ শুরুর কথা বলাটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব, তিনি যেন এই দুর্ভাগ্যজনক মন্তব্য প্রত্যাহার করেন।’ একই সঙ্গে মমতাকে একটি চিঠি পাঠিয়ে এই প্রসঙ্গে অবিলম্বে জবাব দেওয়ার অনুরোধও করেছেন রাজ্যপাল।
বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাজভবনে যায়। ওই দলের পক্ষে রাজ্যপালকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। সেখানেই মমতার মন্তব্য নিয়ে অভিযোগের পাশাপাশি তার ভিডিয়ো ফুটেজ দেওয়া হয় রাজ্যপালকে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রেক্ষিতে পদক্ষেপ করার আর্জি জানানো হয়। মঙ্গলবার মমতা আসানসোলে বক্তৃতা করার পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর ওই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিলেন। রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য একটি টুইটও করেন। রাজ্যপালকে দেওয়া স্মারকলিপিতে সেই টুইটেরও উল্লেখ করেন শুভেন্দুরা।
WB Guv
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 29, 2022
Taking strongest possible exception to Hon’ble CM June 28 unconstitutional statement ‘Declaring jihad against the BJP on 21 July, 2022’ have written to her to forthwith withdraw this authoritarian and undemocratic statement- that indicates death knell of democracy. pic.twitter.com/2s8JQq5YFa
রাজ্যপাল বুধবার জানান, তিনি আসানসোলে মমতার ওই বক্তব্যের ভিডিয়ো দেখেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মমতা যাতে তাঁর মন্তব্য প্রত্যাহার করে নেন, সেই আর্জি জানিয়ে একটি চিঠিও মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। এর কিছু ক্ষণ পরেই সেই চিঠিটি টুইট করেন রাজ্যপাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy