Advertisement
০২ নভেম্বর ২০২৪

হাজিরা কাল, ইকবালকে নোটিস নার্সিংহোমেই

সিবিআই ১৫ জুন নারদ-কাণ্ডে অভিযুক্ত ইকবালকে টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরের দিনেও হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ইকবাল যাননি। উকিলের চিঠি পাঠিয়ে তিনি জানান, অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হওয়ায় তাঁর পক্ষে ওই দিন হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৩:৫৪
Share: Save:

তদন্তে সহযোগিতা করছেন না বলে কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিবিআই। তাঁর অসহযোগিতায় ব্যাহত হচ্ছে তদন্ত। এই অবস্থায় নার্সিংহোমে চিকিৎসাধীন ইকবালকে তাদের দফতরে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাল, বৃহস্পতিবার তাঁকে হাজির হতে বলা হয়েছে।

সিবিআই ১৫ জুন নারদ-কাণ্ডে অভিযুক্ত ইকবালকে টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরের দিনেও হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ইকবাল যাননি। উকিলের চিঠি পাঠিয়ে তিনি জানান, অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হওয়ায় তাঁর পক্ষে ওই দিন হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। সুস্থ হওয়ার পরে তিনি হাজিরা দেবেন।

পারিবারিক সূত্রের খবর, ১৫ জুন বাড়ি ফেরার পরে বেশি রাতে ইকবাল অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নার্সিংহোমে ভর্তি করাতে হয়। নার্সিংহোমে চিকিৎসাধীনকে নোটিস পাঠানোর যুক্তি হিসেবে সিবিআই জানাচ্ছে, নারদ নিউজের স্টিং অপারেশনে শাসক দলের বিভিন্ন নেতানেত্রীর বিরুদ্ধে টাকা নেওয়ার যে-অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তদন্তের অন্যতম মূল সূত্র ইকবাল। নোটিস পাওয়া সত্ত্বেও নানা অছিলায় একাধিক বার গরহাজির থেকেছেন তিনি। এটা সহযোগিতা না-করারই প্রমাণ।

সিবিআইয়ের অভিযোগ, স্টিং অপারেশনের অসম্পাদিত ফুটেজে দেখা যাচ্ছে, টাকার বিনিময়ে ম্যাথুকে সরকারি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন অভিযুক্ত নেতা-মন্ত্রীদের কেউ কেউ। ম্যাথুকে তাঁদের কাছে পৌঁছে দেওয়ার জন্যও ইকবাল প্রায় ১৫ লক্ষ টাকা নিয়েছেন। সিবিআই জানাচ্ছে, তদন্তের প্রয়োজনে এ বার কঠোর আইনি ব্যবস্থা নিতে হতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE