মিছিল মোর্চা সমর্থকদের।— ফাইল চিত্র।
আগামী ২৭ জুন অবধি পাহাড়ের স্থানীয় কেব্ল চ্যানেলগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করল দার্জিলিং জেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্থানীয় চ্যানেলগুলিতে অনেক সময় নানা ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছে। তা থেকে নানা সমস্যা, গোলমালের আশঙ্কা থেকেই যাচ্ছে। বন্ধ থাকছে ইন্টারনেট পরিবেষাও। বৃহস্পতিবার শিলিগুড়িতে সর্বদল বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘সোশ্যাল মিডিয়াকে অশান্তি ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পাহাড়ে শান্তিরক্ষায় কিছু পদক্ষেপ করা হয়েছে।’’ প্রশাসনের একটি সূত্রে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটারে নানা গুজব ছড়িয়েছে। নানা পোস্টকে ঘিরে আপত্তিকর মন্তব্যও করা হচ্ছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সাময়িক ভাবে এই ব্যবস্থা।
তবে ইন্টারনেট বন্ধ থাকায় কলেজে ভর্তি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হচ্ছে বলে ক্ষোভ পাহাড়ের কলেজ পড়ুয়াদের। মোর্চাও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। নেট না থাকায় তাঁদের কর্মীদের হুমকির মোর্চার হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে জানিয়েছেন একটি মোবাইল সংস্থার পূর্ব ভারতের কর্তাব্যক্তি তরুণ ঝুনঝুনওয়ালা। তরুণবাবু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেদারল্যান্ডস সফরে রয়েছেন। তিনি বলেন, ‘‘পাহাড়ে আমাদের সংস্থার যে কর্মীরা কাজ করছেন, নেট না থাকায় তাঁদের মোর্চার লোকজন হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পেয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy