Advertisement
০১ নভেম্বর ২০২৪

এনআরসি-র বিরুদ্ধে বিশিষ্টরা

শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের তরফে নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, গায়ক প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে দাবি করেন, ধর্ম এবং ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং হিন্দিকে রাষ্ট্রভাষা করার কেন্দ্রীয় সরকারি উদ্যোগের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিশিষ্টদের একাংশ।  ছবি: পিটিআই।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং হিন্দিকে রাষ্ট্রভাষা করার কেন্দ্রীয় সরকারি উদ্যোগের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিশিষ্টদের একাংশ। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৪
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং হিন্দিকে রাষ্ট্রভাষা করার কেন্দ্রীয় সরকারি উদ্যোগের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিশিষ্ট জনেদের একাংশ।

শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের তরফে নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, গায়ক প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে দাবি করেন, ধর্ম এবং ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না। হিন্দিকে অন্যান্য আঞ্চলিক ভাষার সমান মর্যাদা দিতে হবে। কিন্তু তাকে রাষ্ট্রভাষা হিসাবে চাপানো যাবে না। দেশের মধ্যে যোগাযোগের ভাষা হিসাবে ইংরেজিকে চালু রাখার দাবিও তুলেছেন ওই বিদ্বজ্জনেরা।

অন্য বিষয়গুলি:

NRC Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE