হাতে-কলমে: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাগজ-কাঠের গয়না তৈরির প্রশিক্ষণ পুরশুড়ায়। নিজস্ব চিত্র
কাগজ ও কাঠ থেকে অলঙ্কার ও অন্যান্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে হুগলির পুরশুড়া ব্লক অফিসে। সেখানে মহিলাদের হাতে-কলমে কাজ শেখাচ্ছেন প্রশিক্ষকেরা।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে ৫০ জন মহিলা ওই শিবিরে যোগ দিয়েছেন। পুরশুড়া ব্লকের হলঘরে ১৫ জুন থেকে প্রশিক্ষণটি শুরু হয়েছে। এখনও প্রায় এক মাস ধরে শিবিরটি চলবে। সেখানে কাগজ ও কাঠ দিয়ে কানের দুল, গলার হার, গণেশের মূর্তি, মাছ, কাঠের ঘোড়া, ছোটো খেলনার মতো বিভিন্ন সামগ্রী তৈরি শেখানো হচ্ছে।
পুরশুড়ার বিডিও অনির্বাণ রায় জানান, এই ধরনের প্রশিক্ষণ পুরশুড়া ব্লকে এই প্রথম। তিনি বলেন, ‘‘এখন শহর এলাকায় কাগজ ও কাঠের তৈরি অলঙ্কারের চাহিদা বেশি। আমাদের আশা, এই প্রশিক্ষণ নিয়ে মহিলারা নিজেরাই কাগজের অলঙ্কার তৈরি করে বিক্রি করতে পারবেন।’’
ব্লক প্রশাসনের এক কর্তা জানান, প্রশিক্ষণ শেষে মহিলারা রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন। প্রশিক্ষণে যোগ দিয়ে খুশি মহিলারাও। ঝর্ণা মুখোপাধ্যায়, সঙ্গীতা বাগের মতো কয়েকজন মহিলা জানান, আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তাঁরা প্রশিক্ষণ নিতে এসেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy