Advertisement
০২ নভেম্বর ২০২৪

পুজোর থিমে কণ্যাভ্রূণ বাঁচানোর আর্তি

কাকলিতলা ব্যবসায়ী সমিতির মণ্ডপ শীতাতপ নিয়ন্ত্রিত। কমিটির এক সদস্য জানান, পুজোর বাজেট কয়েক লক্ষ টাকা। বাতানুকুল মণ্ডপে বিশালাকার শিবের সামনে দেবীর পুজো হবে।

সাজ: থিমের মণ্ডপ পান্ডুয়ায়। নিজস্ব চিত্র

সাজ: থিমের মণ্ডপ পান্ডুয়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১২:৩৪
Share: Save:

কাউন্টডাউন শেষ। কালীপুজো ঘিরে পান্ডুয়া জুড়ে শুরু হয়েছে থিমের প্রতিযোগিতা! রাজপথ ভাসছে আলোর রোশনাইতে।
জি টি রোডে বসেছে আলোর তোরণ। এলইডি বাল্বের কারিকুরিতে রকমারি জিনিস ফুটে উঠেছে পথের ধারে। বিবেকানন্দ নগরের প্রগতি সঙ্ঘ, নিরোদগড়ের সবুজ সঙ্ঘ, কাকলিতলা ব্যবসায়ী সমিতি, তেলিপাড়ার নিউ স্টার, মধ্যমপাড়া, দক্ষিণপাড়া, বোসপাড়া ফেন্ডস ক্লাব সঙ্ঘশ্রী, শতদল ক্লাব, বেনেপাড়া যুব সম্প্রদায়-সহ বিভিন্ন পুজো কমিটি থিম পুজোর পাশাপাশি আলোর চমকে দর্শনার্থীদের তাক লাগাতে প্রস্তুত।
কাকলিতলা ব্যবসায়ী সমিতির মণ্ডপ শীতাতপ নিয়ন্ত্রিত। কমিটির এক সদস্য জানান, পুজোর বাজেট কয়েক লক্ষ টাকা। বাতানুকুল মণ্ডপে বিশালাকার শিবের সামনে দেবীর পুজো হবে। ওই পুজোর উদ্যোক্তাদের দাবি গোটা ব্লকে এই প্রথম কালীপুজোর মণ্ডপ শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। কালনা রোড ব্যবসায়ী সমিতি ও বেনেপাড়া যুব সম্প্রদায়ের পুজো এ বার ৫৯ বছরে পড়েছে। থিম— পুরনো জমিদার বাড়ি। প্রতিমা তৈরি হয়েছে থার্মোকল দিয়ে। পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা।
থিমের মাধ্যমে ভ্রূণ হত্যার প্রতিবাদ জানাচ্ছে বোসপাড়া ফেন্ডস ক্লাব। মডেল এবং ছবির মাধ্যমে গোটা বিষয়টি বোঝানো হবে। উদ্যোক্তাদের তরফে অসীম ঘোষ জানান, আলোর মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তাঁর বক্তব্য, ‘‘নানা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আজকের দিনেও এক শ্রেণির মানুষ কণ্যাভ্রূণ হত্যার খেলায় মেতে ওঠেন। সমাজে নারীকে নানা ভাবে নির্যাতিত হতে হয়। থিমে এর বিরুদ্ধেই প্রতিবাদ করছি আমরা।’’
৬১ বর্যে পা দিল প্রগতি সঙ্ঘ। মণ্ডপ তৈরি হয়েছে বাহুবলী-টু সিনেমার রাজবাড়ির আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঝাড়গ্রাম থেকে আসা আদিবাসীদের সাঁওতালি নৃত্য। নিরোদগড়ের সবুজ সঙ্ঘের পুজো ৬৮ বছরে পড়ল। তাদের এ বারের থিম— ‘স্বপ্নের উড়ান’। মণ্ডপজুড়ে পাখি, ফুলের সমাহারে স্বপ্নালু পরিবেশ তৈরি করা হয়েছে বলে পুজো কমিটির কর্মকর্তাদের দাবি। দক্ষিনপাড়া ব্যবসায়ী সমিতির মণ্ডপ তৈরি হয়েছে মাদুরাইয়ের মীনাক্ষি মন্দিরের আদলে।

অন্য বিষয়গুলি:

Theme Kali Puja Embryo Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE