Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৪
coronavirus

‘ওকে ছেড়ে যাব না’, করোনা-আক্রান্ত বোনের জন্য হাসপাতালেই রইলেন বৃদ্ধা

পাশাপাশি বাড়িতে বিয়ে করেছিলেন দুই বোন। যাতে কোনও দিন আলাদা না থাকতে হয়।

আক্রান্ত দুই বোন। নিজস্ব চিত্র

আক্রান্ত দুই বোন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ২০:১৩
Share: Save:

পাশাপাশি বাড়িতে বিয়ে করেছিলেন দুই বোন। যাতে কোনও দিন আলাদা না থাকতে হয়। কিন্তু সেই বন্ধন ছিন্ন হতে বসেছিল করোনার দাপটে। দিদি সুস্থ হয়ে গেলেও করোনা আক্রান্ত বোন আছেন একই হাসপাতালে। দিদিকে তাই বোনকে ছেড়ে যেতে হত বাড়ি। কিন্তু দিদি শেষ পর্যন্ত বেঁকে বসলেন, ‘‘বোনকে ছাড়া বাড়ি ফিরব না।’’

গত ১৩ নভেম্বর কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন দুই বোন। বীণাপাণি বন্দ্যোপাধ্যায় (৯১) আর কল্যাণী মুখোপাধ্যায়(৮৪)। দু’জনেই উত্তরপাড়ার ভদ্রকালীতে পাশাপাশি থাকেন। করোনা প্রকোপের মধ্যে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হন তাঁরা।

শনিবার দিদি বীণাপানির ছুটি হয়ে গেলেও তিনি বোনকে না নিয়ে বাড়ি যাবেন না বলে জেদ ধরেন। ভালবাসার এই প্রকাশ দেখে, সকলে তো অবাক। ঠাট্টা করে বৃদ্ধা বীণাপানিকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বলছেন, ‘‘বাড়ি যাবেন না কেন? আপনার তো ছুটি হয়ে গিয়েছে।’’ বীণাপাণি দেবীর সোজা উত্তর, ‘‘বোনকে ছেড়ে থাকব না বলেই তো পাশাপাশি বাড়িতে বিয়ে করেছিলাম। কোনও দিন বোনকে ছেড়ে থাকিনি, তাই এখনও যাব না।’’

আরও পডুন:ময়দানের তৃতীয় ডিভিশনের ক্লাবেও সুযোগ হয়নি, সেই সন্দেশই এখন ভরসা দিচ্ছেন এটিকে-মোহনবাগান রক্ষণকে

অগত্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আর কী করেন! কোভিড সেরে গেলেও বাড়িতে না গেলে অনেক সময় সেফ হাউসে পাঠিয়ে দেয় হাসপাতাল। তবে বীণাপানি দেবীকে হাসপাতালেই থাকার অনুমতি দেন কর্তৃপক্ষ। শ্রমজীবী হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকার বলেন, ‘‘করোনাকালে আমাদের দুঃখের অভিজ্ঞতা যেমন অনেক হয়েছে, তেমনই মজার অভিজ্ঞতাও কম হয়নি। এ ক্ষেত্রে দুই বোনের আন্তরিক সম্পর্ক আমাদের অভিভূত করেছে। দুই বোনকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারলে আমরাও আনন্দিত হব। ওঁদের দীর্ঘায়ু কামনা করি।’’

আরও পডুন:রাজ্যে টিকা পরীক্ষা হবে ডিসেম্বরেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE