সামনেই কলেজের ২০০ বছর পূর্তির উৎসব। প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতেও দেরি নেই। তার আগে শ্রীরামপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠী কোন্দল সামলাতে বৈঠক করল সংগঠনের হুগলি জেলা নেতৃত্ব।
শ্রীরামপুর কলেজ ইউনিটের কোন্দল বৃহস্পতিবার চন্দননগর এসে বৈঠক করেছিলেন টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত। সেখানে তিনি ওই কলেজে কোন্দল সামলাতে জেলা নেতৃত্বকে দায়িত্ব দিয়ে যান। সেই অনুযায়ী, কলেজের যুযুধান দুই গোষ্ঠীকে নিয়ে শুক্রবার বৈঠক করলেন টিএমসিপির হুগলি জেলা সভাপতি গোপাল রায়।
টিএমসিপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবারে কলেজ ক্যাম্পাসে হওয়া ওই বৈঠকে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) অজিত যাদব এবং পল্লবী ঘোষ নামে এক ছাত্র প্রতিনিধিকে (সিআর) আহ্বায়ক করে কলেজের সংগঠন ও ছাত্র সংসদ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই কলেজ কর্তৃপক্ষ ও অন্য ছাত্র প্রতিনিধির সঙ্গে সমন্বয় বজায় রাখবেন।
এ দিন গোপালবাবু বলেন, ‘‘দলের স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে ছাত্র সংসদের পদাধিকারীরা যেন কলেজের কোনও বৈঠকে না থাকেন। দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত ছাত্র সংসদের ঘর তালা দেওয়া থাকবে।’’
গত কয়েক মাস ধরেই টিএমসিপির দুই গোষ্ঠীর কোন্দলের জেরে বারে বারেই অশান্ত হয়েছে শ্রীরামপুর কলেজে। মাস কয়েক আগে ছাত্র সংসদের পদাধিকারী নির্বাচন নিয়েও গোলমাল হয়। টিএমসিপি সূত্রে খবর, শ্রীরামপুর কলেজ ইউনিটে অজিত এবং পল্লবীর গোষ্ঠী আলাদা। তাই জেলা নেতৃত্ব বলে গেলেও তাঁরা কতটা সমন্বয় রেখে কাজ করতে পারবেন সেই নিয়ে কলেজের টিএমসিপি সদস্যদের মধ্যেই সংশয় রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy