জিটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি হলুদ ট্যাক্সি। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটিকে দাক্কা দেয়। দুমড়েমুচড়ে যায় ট্যাক্সিটি। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বালি থানার দেওয়ানগাজি এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের। আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা খুবই সঙ্কটজনক।
হাওড়া পুলিশের এসি আনন্দজিৎ হোর পৌঁছন ঘটনাস্থলে। তিনি বলেন, “একটি সিমেন্ট মিক্সার গাড়ি ট্যাক্সিটিকে এমন ভাবে পিষে দিয়েছে যে সেটি একটি আবাসনের মধ্যে ঢুকে যায়। সকলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’’ ঘটনার পরেই ওই ডাম্পারের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছে।’’